National Teachers Award 2025: দিল্লির বিজ্ঞান ভবনে ডাক পেলেন বাংলার শিক্ষিকা, দেশের সেরা শিক্ষকের মর্যাদা নিউ টাউনের শিক্ষিকা মধুরিমার
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
National Teachers Award 2025: মধুরিমা আচার্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তনুশ্রী দাসও এ বছর পাচ্ছেন জাতীয় শিক্ষক পুরস্কার।
advertisement
1/6

নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলের শিক্ষিকা মধুরিমা আচার্য পেয়েছেন জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
advertisement
2/6
এই মর্যাদাপূর্ণ পুরস্কারের অংশ হিসেবে তিনি রৌপ্য পদকের পাশাপাশি পাবেন নগদ ৫০ হাজার টাকা। শিক্ষাক্ষেত্রে তাঁর নিরলস অবদান ও শিক্ষাদান প্রক্রিয়ায় অভিনব উদ্যোগ গ্রহণের ফলেই এসেছে এই গৌরবময় স্বীকৃতি।
advertisement
3/6
প্রতি বছর দেশজুড়ে অসাধারণ শিক্ষকদের বেছে নিয়ে তাঁদের হাতে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছর সারা দেশ থেকে মোট ৪৫ জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্যে বাংলার দুই শিক্ষকের নাম বিশেষভাবে উজ্জ্বল।
advertisement
4/6
মধুরিমা আচার্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তনুশ্রী দাসও এ বছর পাচ্ছেন জাতীয় শিক্ষক পুরস্কার। গ্রামীণ প্রেক্ষাপটে শিক্ষা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা এই স্বীকৃতিকে এনে দিয়েছে।
advertisement
5/6
শিক্ষাক্ষেত্রে নতুন প্রজন্মকে গড়ে তোলার পাশাপাশি সমাজের প্রতি শিক্ষকের অবদানকে সম্মান জানাতে এই পুরস্কারের বিশেষ তাৎপর্য রয়েছে। শুধুমাত্র পাঠ্যপুস্তকের ভেতর সীমাবদ্ধ না থেকে শিক্ষকরা কীভাবে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সাহায্য করতে পারেন, এই পুরস্কার তাঁরই স্বীকৃতি।
advertisement
6/6
শিক্ষক দিবসে ঘোষিত এই সম্মান কেবল ব্যক্তিগত গৌরব নয়, সমগ্র বাংলার জন্যই গর্বের বিষয়। মধুরিমা আচার্য ও তনুশ্রী দাসের কৃতিত্ব নিঃসন্দেহে আগামী প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।