TRENDING:

Job News: চাকরির সুবর্ণ সুযোগ, উত্তর দিনাজপুর জেলায় একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ তারিখ কবে, জেনে নিন

Last Updated:
Job News: উত্তর দিনাজপুর জেলাজুড়ে বিভিন্ন দফতরের একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ায় চাকরি–প্রত্যাশীদের জন্য খুলে গিয়েছে নতুন সুযোগের দরজা। স্বাস্থ্য দফতর, পঞ্চায়েত স্তর, মহকুমা প্রশাসন থেকে শুরু করে PM Poshan প্রকল্প—বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
advertisement
1/9
উত্তর দিনাজপুর জেলায় একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, কোথায় কোন পদে আবেদন করবেন জেনে নিন
উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্য : উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন দফতর ও স্বাস্থ্য দফতরের অধীনে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ASHA কর্মী থেকে শুরু করে GPHMO, বিভিন্ন NHM/NUHM প্রকল্পের কর্মী, এমনকি অবসরপ্রাপ্তদের জন্য অ্যাকাউন্ট্যান্ট পদেও সুযোগ উন্মুক্ত করা হয়েছে। ইতিমধ্যে আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের তারিখও নির্ধারণ করেছে সংশ্লিষ্ট দফতরগুলি।
advertisement
2/9
রায়গঞ্জ মহকুমা (Raiganj Sub-Division) এলাকায় ASHA কর্মী নিয়োগের জন্য নোটিশ, আবেদনপত্র ও ঘোষণা–পত্র প্রকাশ করেছে মহকুমাশাসকের কার্যালয়।আবেদনের শেষ তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৫।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/9
উত্তর দিনাজপুর জেলা পরিষদের জেলা জনস্বাস্থ্য দফতর জানিয়েছে, গৌরি এবং ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতে GPHMO পদে নিয়োগ করা হবে।আবেদনের শেষ তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৫ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/9
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (CMOH Office)–র তরফে জানানো হয়েছে,মেমো নং DHFWS/UD/ADV/NHM/XV-FC/3977/25 (তারিখ: ২৫/১১/২০২৫)–এর বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে এবং নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেমো নং DHFWS/UD/ADV/NHM/XV-FC/3994/25 (তারিখ: ২৬/১১/২০২৫)।আবেদনের শেষ তারিখ: ১৩ ডিসেম্বর ২০২৫।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/9
উত্তর দিনাজপুর জেলায় অনলাইনের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য–সংক্রান্ত পদে আবেদন গ্রহণ করা হচ্ছে।আবেদনের শেষ তারিখ: ১২ ডিসেম্বর ২০২৫ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/9
ইসলামপুর মহকুমা এলাকায় ASHA কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SDO ইসলামপুর।আবেদনের শেষ তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫ (বিকেল ৫টা পর্যন্ত)ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/9
জেলা শাসকের (District Magistrate) মিড-ডে মিল সেকশনের তরফে অবসরপ্রাপ্ত প্রার্থীদের জন্য Assistant Accountant পদে সরাসরি সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে।সাক্ষাৎকারের তারিখ: ৯ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:৩০ মিনিটছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
8/9
স্বাস্থ্য দফতরের অধীনে ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানানো হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
9/9
উত্তর দিনাজপুর জেলাজুড়ে বিভিন্ন দফতরের একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ায় চাকরি–প্রত্যাশীদের জন্য খুলে গিয়েছে নতুন সুযোগের দরজা। স্বাস্থ্য দফতর, পঞ্চায়েত স্তর, মহকুমা প্রশাসন থেকে শুরু করে PM Poshan প্রকল্প—বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দেওয়া ও সাক্ষাৎকারে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। জেলার কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই ধারাবাহিক উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে সাধারণ মানুষ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Job News: চাকরির সুবর্ণ সুযোগ, উত্তর দিনাজপুর জেলায় একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ তারিখ কবে, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল