TRENDING:

WBBSE Madhyamik Result 2024: ২ মে মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট হারালে কী উপায়ে দেখবেন ফল? দেখে নিন উপায়

Last Updated:
WBBSE Madhyamik Result 2024: চলতি বছর ২ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। সকাল ৯টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
advertisement
1/6
২ মে মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট হারালে কী উপায়ে দেখবেন ফল? দেখে নিন উপায়
চলতি বছর ২ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। সকাল ৯টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কিছুক্ষণ পর অনলাইনে দেখতে পারবে পরীক্ষার্থীরা। এর জন্য হাতের কাছে থাকতে হবে অ্যাডমিট কার্ড।
advertisement
2/6
কিন্তু যদি কোনও পড়ুয়া অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলে, তা হলে কীভাবে দেখবে মাধ‍্যমিকের ফলাফল দেখবে? সেক্ষেত্রে দু’টি উপায় আছে। প্রথমেই ওই পড়ুয়াকে স্থানীয় থানায় করতে হবে মিসিং ডায়েরি।
advertisement
3/6
দ্বিতীয়, বিকল্প অ্যাডমিট চেয়ে পর্ষদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাকে। পড়ুয়ার আবেদনের ভিত্তিতে সেক্ষেত্রে বিকল্প অ্যাডমিট ইস্যু করতে পারে বোর্ড।
advertisement
4/6
রেজাল্টের আগে বিকল্প অ্যাডমিট পাওয়া না গেলে, ফল প্রকাশের পর অনলাইনে তা দেখতে পাবে না ওই পড়ুয়ারা। তখন রেজাল্ট আউটের পর দ্রুত স্কুলে যেতে হবে তাঁকে। স্কুল কর্তৃপক্ষের কাছে যে রেজাল্ট থাকবে সেখান থেকে ফল জেনে নিতে পারবে সেই ছাত্র বা ছাত্রী।
advertisement
5/6
উল্লেখ্য, অ‍্যাডমিট কার্ড হারিয়ে ফেলা কোনও পড়ুয়ার কাছে যদি এর ফটো কপি থাকে তা হলে সেটা দিয়ে অনলাইন বা অ্যাপে রেজাল্ট দেখতে পারবে সে। তবে, স্কুল থেকে রেজাল্ট সংগ্রহের সময় সমস‍্যা হবে তাঁর। বোর্ড থেকে বিকল্প বা ডুপ্লিকেট অ্য়াডমিট কার্ড পাওয়ার পরই মার্কশিট হাতে পাবে সে।
advertisement
6/6
প্রসঙ্গত, ২ মে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিলি করবে সংসদ। যা শুরু হবে সকাল ১০ টা নাগাদ। ওই দিনই মার্কশিট ও সার্টিফিকেট পেয়ে যাবে ছাত্র-ছাত্রীরা।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
WBBSE Madhyamik Result 2024: ২ মে মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট হারালে কী উপায়ে দেখবেন ফল? দেখে নিন উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল