KVS Admission: কারা ভর্তি হতে পারবে না কেন্দ্রীয় বিদ্যালয়ে? রয়েছে নির্দিষ্ট নিয়ম, না জানলে শুধু শুধুই আবেদনের সময় নষ্ট
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কেভিএস ভর্তি ২০২৫-এর নির্দেশিকা কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট kvsangathan.nic.in-এ চেক করা যেতে পারে।
advertisement
1/10

কেভিএস-এ (Kendriya Vidyalaya) বালবাটিকা এবং প্রথম শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে৷ কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হয়। কেভিএস ভর্তি ২০২৫-এর নির্দেশিকা কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট kvsangathan.nic.in-এ চেক করা যেতে পারে। এই প্রতিবেদনে আমরা জানব কেভিএস-এ কারা ভর্তি হতে পারে না, কাদের অগ্রাধিকার দেওয়া হয়৷
advertisement
2/10
কেভিএস-এ ভর্তির জন্য অগ্রাধিকার ভিত্তিক বিভাগ:প্রথম বিভাগ: কেন্দ্রীয় সরকারের বদলি-যোগ্য কর্মীদের সন্তান।দ্বিতীয় বিভাগ: কেন্দ্রীয় সরকারের অধীন স্বায়ত্তশাসিত সংস্থা/পাবলিক সেক্টর ইউনিটে কর্মরত কর্মীদের সন্তান।
advertisement
3/10
তৃতীয় বিভাগ: রাজ্য সরকারের বদলি-যোগ্য কর্মীদের সন্তান।চতুর্থ বিভাগ: রাজ্য সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা/উপস্থিত সংস্থার কর্মীদের সন্তান।
advertisement
4/10
পঞ্চম বিভাগ: অন্যান্য (বেসরকারি সংস্থার কর্মী বা স্ব-নিযুক্ত ব্যক্তিদের সন্তান)।যদি আপনি এই বিভাগগুলির মধ্যে না পড়েন এবং আসন পূর্ণ হয়ে যায়, তাহলে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি পাওয়া যাবে না। এখানে প্রথম বিভাগে থাকা শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়। পঞ্চম বিভাগের শিশুদের শুধুমাত্র আসন খালি থাকলেই ভর্তি করানো যায়।
advertisement
5/10
আরটিই (RTE) নিয়ম অনুসরণ না করা: প্রথম শ্রেণির ২৫% আসন RTE (Right to Education) আইন অনুযায়ী সংরক্ষিত থাকে, যা SC/ST/EWS/BPL/OBC-NCL এবং বিদ্যালয়ের আশেপাশে বসবাসকারী শিশুদের জন্য। AI Genarated Image
advertisement
6/10
নবম বা একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয় না৷ নবম ও একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ভর্তির পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট দিতে হয়। যদি শিক্ষার্থী ওই পরীক্ষায় উত্তীর্ণ না হয় বা একাদশ শ্রেণির জন্য দশম শ্রেণির নম্বরের ভিত্তিতে মেধা তালিকায় স্থান না পায়, তবে ভর্তি হতে পারে না৷ AI Genarated Image
advertisement
7/10
ভুল তথ্য বা দেরিতে আবেদন করা: ভর্তি ফরমে ভুল তথ্য প্রদান করা বা নির্ধারিত সময়সীমার পর আবেদন করা, ভর্তি বাতিলের কারণ হতে পারে।
advertisement
8/10
প্রয়োজনীয় নথির অভাব:যদি জন্ম সনদ, বাসস্থান প্রমাণ বা পিতামাতার চাকরি সংক্রান্তপ্রমাণপত্র (Service Certificate) জমা না দেওয়া হয়, তবে আবেদন বাতিল হতে পারে।
advertisement
9/10
আসনের অপ্রাপ্যতা:কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রতি শ্রেণিতে সীমিত আসন (প্রতিটি শাখায় সাধারণত ৪০টি আসন) থাকে।যদি সমস্ত আসন অগ্রাধিকারপ্রাপ্ত শিশুদের দ্বারা পূর্ণ হয়ে যায়, তবে অন্যান্য আবেদনকারীরা ভর্তি করতে পারবেন না৷ সে তারা যতই যোগ্য হোক৷ AI Genarated Image
advertisement
10/10
কেভিএস প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য শিশুর বয়স ৩১ মার্চের মধ্যে ৬ বছর হতে হবে (সর্বনিম্ন ৫ বছর এবং সর্বাধিক ৭ বছর)।যদি শিশুর বয়স নির্ধারিত সীমার বাইরে হয়, তাহলে ভর্তি সম্ভব নয়। তবে প্রতিবন্ধী শিশুদের জন্য বয়সসীমায় ২ বছরের ছাড় দেওয়া হতে পারে।দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্তও নির্দিষ্ট বয়সসীমা রয়েছে, যা অতিক্রম করলে ভর্তি পাওয়া যাবে না।