TRENDING:

Knowledge Story: অপারেশন থিয়েটার কেন বলা হয়, ৯৯ শতাংশ মানুষেরই ধারণ নেই, জানুন মানে

Last Updated:
Knowledge Story: এগুলি ছাড়াও, সকলেই আমরা থিয়েটার শব্দটি অন্য কোনও জায়গায় শুনেছি, যেখানে বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না অপারেশন থিয়েটার কথাটি ব্যবহারের পিছনে কারণ জানেন না। 
advertisement
1/7
অপারেশন থিয়েটার কেন বলা হয়, ৯৯ শতাংশ মানুষেরই ধারণ নেই, জানুন মানে
Operation Theatre: অপারেশন থিয়েটার বাংলাতেও বহু ব্যবহৃত একটি শব্দ৷ এটি আসলে একটি ইংরাজি গ্রিক শব্দ। যার অর্থ 'দেখার জায়গা'। বিস্তৃত ব্যাখ্যায়- যে জায়গাটিতে দুইজনের বেশি মানুষ সরাসরি পুরো প্রক্রিয়া দেখতে পারেন।
advertisement
2/7
সিনেমা হল, থিয়েটার, নাচ পরিবেশন করা হয় যেখানে তাকে থিয়েটার বলে। এখানে অভিনয় ও নাচ ইত্যাদি পরিবেশিত হয়। সহজ ভাষায়, শিল্প প্রদর্শনের স্থানকে বাংলায় রঙ্গমঞ্চ এবং ইংরেজিতে থিয়েটার বলা হয়।
advertisement
3/7
এগুলি ছাড়াও, সকলেই আমরা থিয়েটার শব্দটি অন্য কোনও জায়গায় শুনেছি, যেখানে বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না অপারেশন থিয়েটার কথাটি ব্যবহারের পিছনে কারণ জানেন না। হাসপাতালের অস্ত্রোপচার কক্ষকে অপারেশন থিয়েটার বলা হয়। কখনও ভেবে দেখেছেন কেন এই অস্ত্রোপচারের জায়গার নামের সঙ্গে থিয়েটার শব্দটি যুক্ত?
advertisement
4/7
থিয়েটার কি? স্টেডিয়াম কাকে বলে?  যেমন, খেলাধুলার জন্য যে স্থান তাকে ইংরেজিতে বলা হয় স্টেডিয়াম এবং বিনোদনের জন্য বড় জায়গাকে বলা হয় অডিটোরিয়াম।
advertisement
5/7
খেলা বিনোদনের অন্যতম মাধ্যম হলেও সেই জায়গাকে থিয়েটার বলা হয় না। তবে সার্জারি রুমকে অপারেশন থিয়েটার বলা হয়- চিকিৎসক, নার্স, এবং স্বাস্থ্য কর্মীরা একসঙ্গে থেকে রোগীর নিরাময় করেন৷
advertisement
6/7
বিংশ শতাব্দী থেকে শুরু থিয়েটার একটি গ্রিক শব্দ। যার অর্থ 'দেখার জায়গা'। অর্থাৎ যে জায়গাটিতে দুইজনের বেশি মানুষ সরাসরি পুরো প্রক্রিয়া দেখতে পারে।  বিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানে  অপারেশন বা সার্জারির কাজকে খুবই কঠিন বলে মনে করা হত। দীর্ঘ সময় অবধি অজ্ঞান না করেই অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়।
advertisement
7/7
মানুষ সেই সময়ে অস্ত্রোপচার দেখতে যেত হাসপাতালের অপারেশন থিয়েটারগুলি সিনেমা-থিয়েটারের মতোই তৈরি করা হয়েছিল। আসলে, সেই সময়ে সার্জারি দেখার জন্য মেডিকেল ছাত্র এবং নার্সদের আমন্ত্রণ জানানো হত। মানুষ অপারেশন থিয়েটারে গিয়ে দেখতেন কিভাবে অস্ত্রোপচার হয়। দর্শকদের বসার জন্য এখানে আসনও তৈরি করা হত৷
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Knowledge Story: অপারেশন থিয়েটার কেন বলা হয়, ৯৯ শতাংশ মানুষেরই ধারণ নেই, জানুন মানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল