Knowledge Story: সাপ কি বদলা নেয় ৯০ শতাংশ মানুষকে জিজ্ঞাসা করলে ঠিক উত্তর দিতে পারবে না
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Knowledge Story: অনেকের মনে হয় সাপ উড়তে পারে, কিন্তু সেটারও কোনও প্রমাণ নেই৷
advertisement
1/10

সাপ কি বদলা নেয়? আসলে সাপের সম্পর্কে মানুষের মনে বিভিন্ন রকমের নিজস্ব ধারণা রয়েছে৷ তবে কতটা ঠিক বা কতটা ভুল তা নিয়ে পুরোপুরি ধারণা নেই ৯০ শতাংশ মানুষেরই৷
advertisement
2/10
সাপ সংক্রান্ত বিষয়ে একটা তথ্য বহু মানুষই বলেন যে সাপ দুধ পান করে৷
advertisement
3/10
নাগপঞ্চমীর আগে সাপেদের অভুক্ত রাখা হয়৷ আর যেহেতু তারা অভুক্ত থাকে তাই দুধ দেওয়া মাত্র তাঁরা পান করে নেয়৷
advertisement
4/10
বিভিন্ন সিনেমায় দেখানো হয় সাপ নিজের শত্রুদের মনে রেখে দেয়৷ শত্রু নিধনের পরেই তার পিছু ছাড়ে সাপ৷
advertisement
5/10
সাপ কিন্তু বদলা নেয় এমন কোনও প্রমাণ নেই৷
advertisement
6/10
একাধিক হিন্দি বলিউডি ছবিতে নাগমণি বলে এক ধারণা দেখানো হয়৷ যেখানে বিশেষ কিছু সাপের মাথায় মণির অস্তিত্ব থাকে বলে দেখা যায়৷
advertisement
7/10
পৌরাণিক ক্ষেত্রে এই নাগমণির অস্তিত্ব-র কথা বলা হয়৷ কিন্তু বিজ্ঞানে এখনও এর কোনও প্রামাণ্য নেই৷ তাই এটাকে মিথ্যা বলেছে বিজ্ঞান৷
advertisement
8/10
মানুষের কাঁধ যেমন ডিসলোকেট হয়ে যায় তেমনিই সাপের চোয়ালও ডিসলোকেট হয়ে যায়৷
advertisement
9/10
সাপের নিচের চোয়াল দুটো অংশে বিভক্ত৷ নিচের অংশটা স্ট্রেচেবেল আর সেখানে আঠা লেগে থাকে৷
advertisement
10/10
অনেকের মনে হয় সাপ উড়তে পারে, কিন্তু সেটারও কোনও প্রমাণ নেই৷