Jobs and Career: বেকারদের জন্য সুখবর! রামকৃষ্ণ মিশনে মাত্র ৩ মাসের কোর্সে চাকরির সুযোগ, জানুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Jobs and Career: বেকারদের জন্য সুবর্ণ সুযোগ! মাত্র তিন মাসের কোর্সে চাকরির সুযোগ নিয়ে এসেছে কাঁথি রামকৃষ্ণ মিশন। এখনই জেনে আবেদন করুন।
advertisement
1/6

মাত্র কয়েক মাসের প্রশিক্ষণেই চাকরির সুযোগ নিয়ে এল কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। বেকার যুবক–যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই উদ্যোগ। অষ্টম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক—যে কোনও শিক্ষাগত যোগ্যতার ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন। পিয়ারলেস স্কিল একাডেমির যৌথ উদ্যোগে এই কোর্সগুলি শুরু করা হয়েছে। আবেদন পদ্ধতিও একেবারেই সহজ। বেকার যুবক-যুবতীদের জন্য এটি সুবর্ণ সুযোগ। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের তরফে জানানো হয়েছে, মোট পাঁচটি স্বল্প মেয়াদি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে, যার মধ্যে চারটি কোর্স ইতিমধ্যেই শুরু হয়েছে। এই কোর্সগুলি হল জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট নার্স, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, বিউটিশিয়ান ও টেলারিং। প্রতিটি কোর্সই বর্তমানে চাকরিমুখী এবং কোর্স শেষে যোগ্য প্রার্থীদের চাকরিরও ব্যবস্থা করে দেওয়া হবে।
advertisement
3/6
শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কোর্স নির্বাচন করা যাবে। উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীরা ল্যাব অ্যাসিস্ট্যান্ট কোর্সে ভর্তি হতে পারবেন। নূন্যতম দশম শ্রেণী পাস করলেই জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট নার্সের কোর্স করা যাবে। দশম শ্রেণী উত্তীর্ণ হলে বিউটিশিয়ান কোর্সে ভর্তি নেওয়া যায়। এছাড়া টেলারিং কোর্সের জন্য অষ্টম শ্রেণী পাস করাই যথেষ্ট।
advertisement
4/6
রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাকরিজীবনে যে ধরনের কাজ করতে হয় তা মাথায় রেখেই প্রতিটি কোর্স মডেল অ্যাডভান্স লেভেলে সাজান হয়েছে। বাস্তব প্রশিক্ষণ এবং হাতে–কলমে শেখানোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এর ফলে কোর্স শেষে ছাত্রছাত্রীরা সরাসরি কাজে যুক্ত হতে পারবেন। স্বল্পমেয়াদি কোর্স হওয়ায় যাদের দ্রুত চাকরির প্রয়োজন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ।
advertisement
5/6
কোর্স ফি-ও রাখা হয়েছে একেবারে ন্যূনতম। টেলারিং কোর্সের জন্য নেওয়া হচ্ছে ৩২৫০ টাকা। বিউটিশিয়ান কোর্সের ফি ৩৫০০ টাকা। ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট–উভয় কোর্সের জন্য নির্ধারিত হয়েছে ৭০০০ টাকা। কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের তরফে জানান হয়েছে, সাধারণ পরিবারের ছেলেমেয়েদের কথা ভেবেই কোর্স ফি নির্ধারণ করা হয়েছে।
advertisement
6/6
সেন্টার কো-অর্ডিনেটর রতন জানা জানান, প্রশিক্ষণ শেষ হলেই চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে যোগ্য ছাত্রছাত্রীদের জন্য। তিন থেকে চার মাসের মধ্যেই কোর্স সম্পূর্ণ হওয়ায় দ্রুত কর্মসংস্থানের পথ খুলছে। আবেদন করতে হলে কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে সরাসরি যোগাযোগ করলেই ফর্ম পাওয়া যায়।