Darjeeling News: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! মনের মতো জায়গায় পেতে পারেন সরকারি চাকরি! দার্জিলিঙে BCW & TD দফতরে নিয়োগ হবে, এখনই আবেদন করুন!
- Reported by:Ricktik Bhattacharjee
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
পশ্চিমবঙ্গ সরকারের BCW & TD দফতরের অধীনে Darjeeling ও Shiliguri-তে চুক্তিভিত্তিক Additional Inspector, Assistant Engineer, Sub-Assistant Engineer পদে নিয়োগের আবেদন ১৫-৩০ ডিসেম্বর ২০২৫!
advertisement
1/5

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও জনজাতি উন্নয়ন (BCW & TD) দফতরের অধীনে একাধিক পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এবং শিলিগুড়ির জেলা কল্যাণ দফতরের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
advertisement
2/5
দার্জিলিং জেলার ক্ষেত্রে জিটিএ-র অধীন জেলা কল্যাণ আধিকারিকের কার্যালয় থেকে Additional Inspector, BCW & TD পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি জারি হয়েছে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে এবং আবেদন গ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
এছাড়াও শিলিগুড়িতে অবস্থিত প্রজেক্ট কাম জেলা কল্যাণ আধিকারিকের কার্যালয় থেকে Additional Inspector পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য পৃথকভাবে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এই নিয়োগও পশ্চিমবঙ্গ সরকারের BCW & TD দফতরের অধীনেই হবে বলে জানানো হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
একই সঙ্গে Assistant Engineer ও Sub-Assistant Engineer পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। এই পদগুলির ক্ষেত্রেও আবেদন শুরু হয়েছে ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে এবং শেষ তারিখ নির্ধারিত হয়েছে ৩০ ডিসেম্বর ২০২৫।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
আগ্রহী প্রার্থীরা darjeeling.gov.in ওয়েবসাইটে নির্ধারিত আবেদনপত্র ডাউনলোড করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলী সংশ্লিষ্ট দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য