Coronavirus 2nd Wave: দ্বিতীয় ঢেউয়ে দেশে চাকরি খুইয়েছেন ১ কোটি, ৯৭% পরিবারের আয় কমেছে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
করোনাকালে দেশে চাকরি হারিয়েছেন প্রায় ১ কোটি মানুষ । ৯৭% পরিবারের আয় হ্রাস পেয়েছে ।
advertisement
1/5

• করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা দেশ । একদিকে মারণ রোগ বাসা বেঁধেছে শরীরে । স্বজন হারিয়ে মানসিকভাবেও বিপর্যস্ত একাধিক পরিবার । এর পাশাপাশি চলছে লকডাউন । আর এই লকডাউনের জেরে বহু মানুষের রোজগার আজ তলানিতে ।
advertisement
2/5
• সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE) র তরফে প্রকাশিত সাম্প্রতিক এক রিপোর্ট থেকে জানা গিয়েছে, করোনাকালে দেশে চাকরি হারিয়েছেন প্রায় ১ কোটি মানুষ । ৯৭% পরিবারের আয় হ্রাস পেয়েছে ।
advertisement
3/5
• সিএমআইই-এর প্রধান মহেশ ব্যাস জানিয়েছেন, এপ্রিল মাসে দেশে বেকারত্বের হার ছিল ৮ শতাংশ । মে মাসে দেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়াচ্ছে ১২ শতাংশে । লকডাউনের জেরে ২০২০ সালের মে মাসে বেকারত্বের হার ২৩.৫ শতাংশ রেকর্ড সর্বোচ্চ ছুঁয়েছিল।
advertisement
4/5
• ব্যাস জানাচ্ছেন, এই বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ করোনার দ্বিতীয় ঢেউ । লকডাউন উঠে গেলে এই অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পারে । তবে চাকরির ক্ষেত্র ফের কতটা মাথা তুলে দাঁড়াতে পারবে তা নিয়ে দ্বিধায় বিশেষজ্ঞরা ।
advertisement
5/5
• সেই সমীক্ষায় দেখা গিয়েছে, মাত্র ৩ শতাংশ মানুষ জানাচ্ছেন তাঁদের আয় আগের থেকে বেড়েছে । অন্যদিকে, ৫৫ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁদের আয় কমার কথা । ৪২ শতাংশ বলছেন, গতবারের থেকে অবস্থাটা বদলায়নি, একই আয় রয়েছে তাঁদের । এই সব মিলিয়ে দেখতে গেলে প্রায় ৯৭ শতাংশ মানুষের আয় কমেছে করোনা অতিমারীর কারণে ।
বাংলা খবর/ছবি/চাকরি ও শিক্ষা/
Coronavirus 2nd Wave: দ্বিতীয় ঢেউয়ে দেশে চাকরি খুইয়েছেন ১ কোটি, ৯৭% পরিবারের আয় কমেছে