Indian Railway skill training| ৫০ হাজার জনকে নিখরচায় রেলের ট্রেনিং! সুযোগ বাংলার ছেলেমেয়েদেরও! বড় ঘোষণা রেলের
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Indian Railway skill training| ৫০০০০ ছাত্রের নিখরচায় ট্রেনিং, সুযোগ বাংলার ছেলেমেয়েদেরও।
advertisement
1/6

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে বড় ঘোষণা রেলের। দেশের ৫০ হাজার যুবককে এবার রেল কৌশল বিকাশ যোজনা নামক কর্মসূচির অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে। কোথায় প্রশিক্ষণ কারা পাবেন এই প্রশিক্ষণ, জানুন বিশদে-
advertisement
2/6
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অমৃত মহোৎসব নামক কর্মসূচির অধীনে এই যোজনা উদ্বোধন করে জানান, ১৯ থেকে ৩৫ বছর বয়সিরা এই প্রশিক্ষণ নিতে পারবেন।
advertisement
3/6
মোট ১০০ ঘন্টা ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে রেলের ৭৫ টি ট্রেনিং ইনস্টিটিউটকে। এর মধ্যে পশ্চিমবঙ্গের রয়েছে ৯টি ইনস্টিটিউট। অর্থাৎ রাজ্যের ছেলেমেয়েরাও সুযোগ পাবেন এই ট্রেনিংয়ের।
advertisement
4/6
প্রাথমিক ভাবে ১০০০ জন অংশগ্রহণকারীরকে দিয়ে এই যাত্রা শুরু হবে। ধাপে ধাপে তিন বছরে মোট ৫০ হাজার অংশগ্রহণকারীকে স্কিল ট্রেনিং দেওয়া হবে।
advertisement
5/6
যে কারিগরি শিক্ষা এই প্রোগ্রামে অংশগ্রহণকারীদের দেওয়া হবে, তার সিলেবাস তৈরি করা হয়েছে বেনারস লোকোমোটিভ ওয়ার্কস।
advertisement
6/6
কার্যক্রম শেষে ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হবে অংশগ্রহণকারীদের।
বাংলা খবর/ছবি/চাকরি ও শিক্ষা/
Indian Railway skill training| ৫০ হাজার জনকে নিখরচায় রেলের ট্রেনিং! সুযোগ বাংলার ছেলেমেয়েদেরও! বড় ঘোষণা রেলের