Job News: আইবিতে বিপুল নিয়োগ, কলকাতা-শিলিগুড়িতেও শূন্যপদ, অনলাইনে আবেদন চলছে, জানুন
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Job News Siliguri: আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে নির্ধারিত। নির্দিষ্ট ক্যাটাগরিতে আইনি ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকা প্রয়োজন স্বীকৃত বোর্ডের মাধ্যমিক পাশ।
advertisement
1/6

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) দেশে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করল। মন্ত্রকের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্যের একাধিক শহরে মাল্টিটাস্কিং স্টাফ (জেনারেল) পদে নিয়োগ হবে। সেই তালিকায় রয়েছে শিলিগুড়িও।
advertisement
2/6
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে মোট শূন্যপদ ৩৬২টি। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য নির্দিষ্ট আসনও রাখা হবে। কলকাতা, শিলিগুড়ি, গুয়াহাটি, চেন্নাই, পটনা, রায়পুর-সহ দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহরেই সফল প্রার্থীদের পোস্টিং দেওয়া হতে পারে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
নন-গেজেটেড, নন-মিনিস্টেরিয়াল গ্রুপ–সি বিভাগভুক্ত এই পদের মাসিক বেতন ধরা হয়েছে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকার মধ্যে। এর পাশাপাশি কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী অতিরিক্ত সুবিধাও প্রযোজ্য হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে নির্ধারিত। নির্দিষ্ট ক্যাটাগরিতে আইনি ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকা প্রয়োজন স্বীকৃত বোর্ডের মাধ্যমিক পাশ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
নিয়োগের জন্য দুটি ধাপে পরীক্ষা নেবে সংস্থা। প্রথমে টায়ার-১, তারপরে টায়ার-২ — উভয় পরীক্ষা দেশের বাছাই করা শহরগুলির পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে অনলাইনে জমা দিতে হবে। আবেদন ফি ধার্য হয়েছে ৬৫০ টাকা। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। বিস্তারিত জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তি পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য