Bratya Basu : ফের ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ, একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে মন্ত্রীর সাক্ষাতের দাবি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bratya Basu : বেতন বৃদ্ধি, স্থায়ী চাকরি-সহ একাধিক দাবি নিয়ে শুক্রবার সকালে মন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে যান চুক্তি ভিত্তিক ও পার্শ্ব শিক্ষকরা।
advertisement
1/6

শুক্রবার সকালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রতিনিধিরা। এর আগে গত সপ্তাহেই এসএসসির চাকরিপ্রার্থীদের বিক্ষোভ দেখাতে দেখা যায় মন্ত্রীর বাড়ির সামনে। এবার ফের একবার একই দৃশ্য দেখা গেল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে।
advertisement
2/6
জানা যায় বেতন বৃদ্ধি, স্থায়ী চাকরি-সহ একাধিক দাবি নিয়ে শুক্রবার সকালে মন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে যান চুক্তি ভিত্তিক ও পার্শ্ব শিক্ষকরা। সকাল সোয়া দশটা নাগাদ দমদমে মন্ত্রীর বাড়ির একদম সামনে চলে গিয়ে তাঁর বাসভবনের ভেতরে প্রবেশ করার চেষ্টা শুরু করে দেন বিক্ষোভকারীরা।
advertisement
3/6
বাড়িতে ঢুকে মন্ত্রীর সঙ্গে কথা বলার দাবি জানাতে থাকেন তাঁরা। মন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের বাড়ির সামনে থেকে সরে আসতে অনুরোধ করেন। বিক্ষোভকারীদের প্রয়োজনে দফতরে গিয়ে দেখা করার পরামর্শও দেওয়া হয়।
advertisement
4/6
এরপরে বিক্ষোভকারীরা ব্যারিকেডের বাইরে চলে আসেন। কিন্তু নিজেদের দাবি-দাওয়া নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। বারবারই বলতে থাকেন 'আমরা স্যারের সঙ্গে দেখা করে আমাদের ফাইল তাঁর হাতে তুলে দিতে চাই।' মন্ত্রীর সঙ্গে তাঁরা সৌজন্যমূলক সাক্ষাৎ করে স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিদাওয়া সরাসরি তাঁর কাছে রাখতে চান বলেই জানান ওই বিক্ষোভকারীরা।
advertisement
5/6
প্রসঙ্গত, 'চাকরি চাই'। এমনই দাবি তুলে গত রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চাকরিপ্রার্থীরা। পরে সেখানে আসে পুলিশ। চাকরিপ্রার্থীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করা হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল, ২০১৬ সালে পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু যোগ্য প্রার্থীদের নেওয়া হয়নি। অনেক অযোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হয়েছে।
advertisement
6/6
নিয়োগে অস্বচ্ছতার দাবিতে সল্টলেকের সেন্ট্রাল পার্কের সামনে ১৮৪ দিন ধরে অবস্থান চলছে। কিন্তু কোনও কাজ হয়নি। তাই এবার কালিন্দিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পথ বেছে নিয়েছেন। এরপরেই আজ ফের একদল বিক্ষোভকারী শিক্ষককে দেখা যায় মন্ত্রীর বাড়ির সামনে। যদিও বিক্ষোভের কারণ সম্পূর্ণ ভিন্ন।
বাংলা খবর/ছবি/চাকরি ও শিক্ষা/
Bratya Basu : ফের ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ, একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে মন্ত্রীর সাক্ষাতের দাবি!