TRENDING:

Jagadish Chandra Bose Scholarship 2025: ৪৮০০০ টাকা মিলবে, সঙ্গে ল্যাপটপ! কারা পাবেন জগদীশচন্দ্র বসু স্কলারশিপ? আবেদন শুরু

Last Updated:
Jagadish Chandra Bose Scholarship 2025: জগদীশচন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ। বিজ্ঞান নিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য স্টাইপেন্ড দেওয়া হয় এই স্কলারশিপে। আবেদন শুরু...
advertisement
1/7
৪৮০০০ টাকা মিলবে, সঙ্গে ল্যাপটপ! কারা পাবেন জগদীশচন্দ্র বসু স্কলারশিপ? আবেদন শুরু
জগদীশচন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ। বিজ্ঞান নিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য স্টাইপেন্ড দেওয়া হয় এই স্কলারশিপে। কিন্তু কারা পাবেন, কীভাবে আবেদন করবেন, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, জানুন...
advertisement
2/7
জগদীশ চন্দ্র বোস বৃত্তি পশ্চিমবঙ্গের দশম এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়। এই বৃত্তি জগদীশ বোস জাতীয় বিজ্ঞান প্রতিভা অনুসন্ধান দ্বারা JBNSTS প্রদান করা হয়। সংস্থাটি দুটি বৃত্তি প্রদান করে: দশম শ্রেণি পাশ করা এবং একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য JBNSTS জুনিয়র বৃত্তি এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য JBNSTS সিনিয়র বৃত্তি যারা পশ্চিমবঙ্গে স্নাতক কোর্স করেছেন বা করার পরিকল্পনা করছেন।
advertisement
3/7
খোঁজ নিয়ে জানা গেল, জগদীশচন্দ্র বসু স্কলারশিপ মূলত পশ্চিমবঙ্গে বসবাসকারী মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের জন্যই। তবে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি বা জৈব প্রযুক্তি দফতরের তরফ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়।মকর সংক্রান্তি ১৪ই (শনিবার), ১৫ই (রবিবার) মাঘ বিহু, ১৪ থেকে ১৭ তারিখ পঙ্গল এবং ১৩-১৪ জানুয়ারি, ২০২৫-এ হযরত আলির জন্মদিন পালিত হবে।
advertisement
4/7
এই স্কলারশিপের মূলত দুটি ধরন রয়েছে। প্রথমত, জুনিয়ার স্কলারশিপ, অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে পড়ছে, তারা সুযোগ পায়।
advertisement
5/7
দ্বিতীয়ত রয়েছে সিনিয়র স্কলারশিপ, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাশ করে স্নাতক স্তরে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল নিয়ে ভর্তি হয়েছে, তারা পায়।
advertisement
6/7
কী কী সুবিধা মেলে এই স্কলারশিপে? এই স্কলারশিপে শুধুমাত্র যে মাসিক ভাতা দেওয়া হয়, এমনটা নয়। বরং বই কেনার খরচ এবং বিশেষ পুরস্কারও থাকে। হ্যাঁ, জুনিয়রদের জন্য প্রতি মাসে ১২৫০ টাকা ভাতা দেওয়া হয় এবং বছরে ২৫০০ টাকা বই কেনার জন্য দেওয়া হয় এবং সিনিয়রদের জন্য প্রতি মাসে ৪০০০ টাকা ভাতা দেওয়া হয় এবং বছরে ৫০০০ টাকা বই কেনার জন্য দেওয়া হয়।
advertisement
7/7
লিখিত পরীক্ষায় প্রথম ১০ জন ছাত্র এবং প্রথম ১০ জন ছাত্রীকে একটি করে ল্যাপটপ পুরস্কার হিসেবে দেওয়া হয়। অর্থাৎ, এই স্কলারশিপ পেতে গেলে একটি লিখিত পরীক্ষায় পাশ করতে হয়।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Jagadish Chandra Bose Scholarship 2025: ৪৮০০০ টাকা মিলবে, সঙ্গে ল্যাপটপ! কারা পাবেন জগদীশচন্দ্র বসু স্কলারশিপ? আবেদন শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল