TRENDING:

IIT-র ছাত্রের বিরাট চমক...! কথা বলা 'রোবট' থেকে মোবাইল দিয়ে জ্বালানো 'বাল্ব'! ঢিঢি ফেলে দিল আইআইটি পড়ুয়াদের ১০০-র উপর মডেল!

Last Updated:
IIT Student Success: চমকে দিলেন আইআইটি দিল্লির পড়ুয়ারা! IIT পড়ুয়ার তৈরি একটি রোবট তাক লাগিয়ে দিয়েছে, যা এই মুহূর্তে গোটা দেশে চর্চার কেন্দ্রে! দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্র এমন একটি কথা বলা রোবট তৈরি করেছেন যা ব্যক্তির একাকীত্ব দূর করতে সক্ষম হবে।
advertisement
1/9
IIT-র ছাত্রের বিরাট চমক..! কথা বলা 'রোবট' থেকে মোবাইল দিয়ে জ্বালানো 'বাল্ব'! ঢিঢি ফেলে দিল
চমকে দিলেন আইআইটি দিল্লির পড়ুয়ারা! IIT পড়ুয়ার তৈরি একটি রোবট তাক লাগিয়ে দিয়েছে, যা এই মুহূর্তে গোটা দেশে চর্চার কেন্দ্রে! দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্র এমন একটি কথা বলা রোবট তৈরি করেছেন যা ব্যক্তির একাকীত্ব দূর করতে সক্ষম হবে।
advertisement
2/9
ছাত্রদের দাবি, এই রোবটটি সর্বদা মানুষের সঙ্গে কথা বলবে এবং তাদের যে কোনও প্রশ্নের উত্তর দেবে। সম্প্রতি আইআইটি দিল্লির ম্যানুফ্যাকচারিং ইনোভেশন শোতে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠল এই বিশেষ রোবটটি। রীতিমতো চমকে দেবে বিশেষ এই রোবটের ফিচার!
advertisement
3/9
আইআইটি দিল্লির পড়ুয়ারা এই রোবট ছাড়াও চমকপ্রদ ক্ষমতা সম্পন্ন একটি মোবাইল-চালিত বাল্ব সিস্টেম তৈরি করেছেন। কেমন সেই বাল্ব? কী বিশেষ ক্ষমতা রয়েছে এই বাতি-যন্ত্রের?
advertisement
4/9
পড়ুয়াদের দাবি, আপনি যে কোনও জায়গা থেকে আপনার বাড়ির আলো জ্বালাতে বা সুইচ অফ করতে পারেন এই বাল্বের সাহায্যে, এবং শুধুমাত্র একটি কমান্ডের মাধ্যমেই সমস্ত আলো জ্বালাতে এবং নেভাতে পারা যাবে।
advertisement
5/9
২০২৫ সালের ম্যানুফ্যাকচারিং ইনোভেশন শোতে, এক ছাত্রের তৈরি আরও একটি মডেল নজর কাড়ল এই বছর। এই মডেলে আবার একটি মেশিন আপনার কম্পিউটারে টাইপ করা সবকিছুকে একটি পৃষ্ঠায় অনুবাদ করে দেবে কয়েক মিনিটেই।
advertisement
6/9
এই মেশিনটিও আইআইটি-র প্রতিভাবান ছাত্ররাই তৈরি করে সাড়া জাগিয়েছেন। নিজেরাই বাজারে গিয়ে বিভিন্ন উপকরণ সংগ্রহ করে IIT-তে নিয়ে এসে তা দিয়ে এই বিশেষ যন্ত্র তৈরি করে ফেলেন ওই ছাত্ররা। যন্ত্রটি তৈরি করতে প্রায় দুই থেকে তিন মাস কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁদের।
advertisement
7/9
আবার এই দিল্লি আইআইটিতেই প্রথম বর্ষের এক ছাত্র এমন একটি মডেল তৈরি করেছেন যা নিয়ে শোরগোল পড়ে যায় মুহূর্তেই। সকলেই এই যন্ত্র দেখে কার্যত হতবাক! এমনই ১০০টি মডেল দেখা গিয়েছে এই প্রদর্শনীতে।
advertisement
8/9
ম্যানুফ্যাকচারিং ইনোভেশন শোতে তৃতীয় পুরস্কার জিতেছে এই গ্যাজেটটি। এটি আদতে একটি মোবাইল ক্যামেরা যা আপনি রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি এটি যে কোনও জায়গায় পাঠাতে পারেন, তা সে আগুন হোক বা জঙ্গিরা যেখানে লুকিয়ে আছে এমন জায়গা, এটি আপনাকে কয়েক মুহূর্তেই ব্যক্তির অবস্থান বলে দিতে পারবে।
advertisement
9/9
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)-র প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই ম্যানুফ্যাকচারিং ইনোভেশন শোতে বেশ কয়েকটি অনন্য রোবট প্রদর্শন করেছেন, যা তাঁদের গত কয়েক মাসের কঠোর পরিশ্রমের ফসল। রোবটগুলিকে দেখার জন্য ভিড় জমে গিয়েছিল প্রদর্শনীতে। এই শো-তে উপস্থিত সকলেই পড়ুয়াদের দক্ষতা ও ধৈর্য্যের ভূয়সী প্রশংসা করেন।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
IIT-র ছাত্রের বিরাট চমক...! কথা বলা 'রোবট' থেকে মোবাইল দিয়ে জ্বালানো 'বাল্ব'! ঢিঢি ফেলে দিল আইআইটি পড়ুয়াদের ১০০-র উপর মডেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল