TRENDING:

ICSE Examination: লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য বিরাট সুখবর! ICSE-র অঙ্ক পরীক্ষায় বাড়ছে ৩০ মিনিট সময়

Last Updated:
ICSE Maths Examination: ২০২৫ শিক্ষাবর্ষ থেকে সিআইএসসিই বোর্ডের দশম শ্রেণি, অর্থাৎ আইসিএসই-তে অঙ্ক পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়ানো হচ্ছে। সিআইএসসিই বোর্ডের তরফে শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে।
advertisement
1/5
লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য বিরাট সুখবর! ICSE-র অঙ্ক পরীক্ষায় বাড়ছে ৩০ মিনিট সময়
*আগামী বছর থেকে সিআইএসসিই বোর্ডের দশম শ্রেণি, অর্থাৎ আইসিএসই-তে অঙ্ক পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়ানো হচ্ছে। সিআইএসসিই বোর্ডের তরফে শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*আইসিএসই-তে অঙ্ক পরীক্ষার সময়সীমা ছিল আড়াই ঘণ্টা। ২০২৫ সাল থেকে সেই সময়সীমা বেড়ে হবে তিন ঘণ্টা। তবে বোর্ড জানিয়েছে, সময়সীমা বাড়লেও প্রশ্নেরসংখ্যার পরিবর্তন হচ্ছে না। সেই সঙ্গে পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য প্রশ্নের ধরনের একটি নমুনাও দিয়ে দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*আইসিএসই-তে দ্বিতীয় ভাষার পরীক্ষার সময়সীমা ছিল তিন ঘণ্টা। অঙ্কের সময়সীমা ছিল আড়াই ঘণ্টা। বাকি সব বিষয়ের পরীক্ষা ছিল দু'ঘণ্টার। এ বার অঙ্ক পরীক্ষার সময়সীমা তিন ঘণ্টা হওয়ায় অঙ্ক এবং দ্বিতীয় ভাষা বাদে বাকি সব বিষয়ের পরীক্ষা হবে দু'ঘণ্টা। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*অঙ্ক পরীক্ষার সময়সীমা বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন অধিকাংশ স্কুলের অধ্যক্ষেরা। সময় বেশি পেলে আরও ভাল ভাবে পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা। উত্তর করার পরে আবার প্রথম থেকে মিলিয়ে নেওয়ার সুযোগও পাবে তারা, এমনই দাবি। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*জাতীয় শিক্ষানীতিতেও বলা হয়েছে, পরীক্ষার্থীদের উপরে চাপ কমাতে হবে। পরীক্ষা নিয়ে যেন ছাত্রছাত্রীদের মনে কোনও ভীতির সঞ্চার না হয়। অথচ, অঙ্ক পরীক্ষা নিয়ে অনেকেরই ভয় থাকে। পরীক্ষায় সময় বেশি পেলে সেই চাপ কমবে বলেই মনে করছেন শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
ICSE Examination: লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য বিরাট সুখবর! ICSE-র অঙ্ক পরীক্ষায় বাড়ছে ৩০ মিনিট সময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল