IAS Priyanka Goell: ৫ বার ব্যর্থ হয়ে শেষ সুযোগেই বাজিমাত! সুন্দরী এই IAS অফিসারের জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতেও তুঙ্গে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
IAS Priyanka Goell: সোশ্যাল মিডিয়াতেও খুবই জনপ্রিয় এবং সক্রিয় এই আইএএস আধিকারিক
advertisement
1/7

অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল থাকলে কোনও বাধাই শেষ পর্যন্ত বিঘ্নের পাহাড় হয়ে দাঁড়াতে পারে না। সেকথাই আরও একবার দেখিয়ে দিলেন প্রিয়াঙ্কা গোয়েল।
advertisement
2/7
পাঁচ বার ব্যর্থ হওয়ার পর ষষ্ঠ বারের প্রচেষ্টায় সফল হয়েছেন ইউপিএসসি পরীক্ষায়। চার বার তিনি প্রিলিমস-এর বেড়াও টপকাতে পারেননি। কিন্তু হাল ছাড়েননি।
advertisement
3/7
শেষ প্রয়াস বাকি ছিল ষষ্ঠবারে। সে বারই পূরণ করলেন লক্ষ্য। সারা দেশের নিরিখে মেধাতালিকায় তাঁর স্থান ছিল ৩৬৯। গত বছর, ২০২৩ সালে আইএএস অফিসার হিসেবে কাজে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা।
advertisement
4/7
দিল্লির মেয়ে প্রিয়াঙ্কা পড়তেন কেশব মহাবিদ্যালয়ে। বিকম পাশ করার পর জীবনের পাখির চোখ করে নেন ইউপিএসসি সিভিল সার্ভিস।
advertisement
5/7
ইউপিএসসি পরীক্ষায় পর পর ব্যর্থতার মুখোমুখি হওয়ার সময় এসেছে বহু বাধা। ভেঙে পড়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু হার মানেননি। নিজের উপর সন্দেহ জন্মালেও হারাননি আস্থা।
advertisement
6/7
সোশ্যাল মিডিয়াতেও খুবই জনপ্রিয় এবং সক্রিয় এই আইএএস আধিকারিক। কাজের এবং ব্যক্তিগত জীবনের ছবি ও ঘটনা সেখানে শেয়ার করেন। ইনস্টাগ্রামে তাঁরল ফলোয়ার ১ লক্ষ ৪৬ হাজার।
advertisement
7/7
পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে চান প্রিয়াঙ্কা। বলতে চান, হাল না ছেড়ে বজায় রাখতে হবে স্বপ্ন দেখার অভ্যাস।