TRENDING:

HS Results 2022: বাবা মাছ বিক্রেতা, মা পরিচারিকা! আর্থিক সংকটের মধ্যেই স্বপ্নপূরণ, রাজ্যে সপ্তম রীতা

Last Updated:
HS Results 2022: নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা পরিবারে। তাতে কী এসে যায়! ছিল প্রবল ইচ্ছে শক্তি, জেদ আর মেধা। Report- Partha Sarkar
advertisement
1/6
বাবা মাছ বিক্রেতা, মা পরিচারিকা! আর্থিক সংকটের মধ্যেই স্বপ্নপূরণ, সপ্তম রীতা
বাবা ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন। মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। টিনের চালার স্যাঁতস্যাঁতে ঘর। আলো ঠিকমতো ঢোকে না। এই ঘরেরই এক কোণ ছিল রীতা হালদারের পড়ার ঠিকানা। ঘড়ি ধরে কখনও পড়েনি। স্কুল, টিউশন, বাড়ির কাজকর্ম সেরে যেটুকু সময় পেত, তখনই পড়তে বসতো রীতা।
advertisement
2/6
নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা পরিবারে। তাতে কী এসে যায়! ছিল প্রবল ইচ্ছে শক্তি, জেদ আর মেধা। তার জেরেই উচ্চমাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থানাধিকারী রীতা। শিলিগুড়ি বুদ্ধভারতী স্কুলের দুঃস্থ মেধাবী ছাত্রী রীতা হালদার। মাধ্যমিকে স্কুলের শীর্ষ স্থানাধিকারী হয়েছিল সে। তখন থেকেই অদম্য জেদ চেপে ধরেছিল রীতার। উচ্চমাধ্যমিকে আরও ভালো ফল করতে হবে।
advertisement
3/6
কোভিড, লকডাউনে বাড়িতে বসেই পড়াশোনা করতো সে। অনলাইনে ক্লাসও করেছে। এই লড়াইয়ে রীতার পাশে দাঁড়য়েছিল রামকৃষ্ণ মিশন এবং তারই স্কুলের এক শিক্ষক। আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাঁরা। যা এই সাহায্য অনেকটাই উপকারে আসে রীতার।
advertisement
4/6
কোভিড, লকডাউনে বাড়িতে বসেই পড়াশোনা করতো সে। অনলাইনে ক্লাসও করেছে। এই লড়াইয়ে রীতার পাশে দাঁড়য়েছিল রামকৃষ্ণ মিশন এবং তারই স্কুলের এক শিক্ষক। আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাঁরা। যা এই সাহায্য অনেকটাই উপকারে আসে রীতার।
advertisement
5/6
রাজ্যের মেধা তালিকায় নাম আসায় অবাক হয়নি এই ছাত্রী। রীতার কথায়, এই রেজাল্ট প্রত্যাশিতই ছিল। কলা বিভাগের ছাত্রী এবার ইংরেজি নিয়ে স্নাতক করতে চায়। পরিবারের পাশে দাঁড়ানোই ওর লক্ষ্য। আর্থিক অনটনকে সঙ্গী করেই উচ্চ শিক্ষায় এগোতে চায় রীতা। বাবা-মায়ের মুখে হাসি ফোটানোই এই পড়ুয়ার লক্ষ্য। বড় হয়ে স্কুল শিক্ষিকা বা ইঞ্জিনিয়র নয়। মানুষের সেবায় নিজেকে জড়াতে চায় রীতা। তাই সে পেশায় নার্স হতে চায়। নার্সিং নিয়ে পড়াও ব্যয়সাপেক্ষ। তবে সেই বিষযে নিয়ে চিন্তিত নয় সে। নিজের লক্ষ্যে অবিচল থাকতে চায় শিলিগুড়ির নতুন গর্ব রীতা। মেয়ের সাফল্যে খুশি ওর মা গীতাদেবীও। রেজাল্ট বের হতেই ওর বাড়িতে আজ পড়শিদের ভিড়।
advertisement
6/6
খুশী একতিয়াশালের ক্ষুদিরামপল্লি। রীতার সাফল্য ধরে আজ বিখ্যাত হয়ে উঠেছে গোটা এলাকা। অন্যদিকে নেপালি মাধ্যমে প্রথম হয়েছে কালিম্পং গার্লস হাইস্কুলের ছাত্রী রিয়া কালিকুটে। রীতার বাবা কৃষিকাজ করেন। আর্থিক অনটন নিত্য সঙ্গী। তবু নিজের জেদকে পুঁজি করে আজ সেরা রীতা। নিজের সাফল্যে খুশি রীতা। 
বাংলা খবর/ছবি/চাকরি ও শিক্ষা/
HS Results 2022: বাবা মাছ বিক্রেতা, মা পরিচারিকা! আর্থিক সংকটের মধ্যেই স্বপ্নপূরণ, রাজ্যে সপ্তম রীতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল