New Education Policy: উচ্চমাধ্যমিকে MCQ প্রশ্ন,অষ্টম শ্রেণি থেকেই সেমিস্টার পদ্ধতি, পুরনো খোলনলচে বদলে আসছে নয়া শিক্ষানীতি
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
New Education Policy: স্কুল স্তরের শিক্ষক-শিক্ষিকাদের পদোন্নতির সুপারিশও মেনে নিয়েছে রাজ্য সরকার। খতিয়ে দেখা হবে তাঁদের পারফরম্যান্স।
advertisement
1/5

: রাজ্য এবার শিক্ষা ব্যবস্থায় আমূল বদল আনছে। শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন তারা জাতীয় শিক্ষানীতি মানছেন না। রাজ্য বিধানসভাতেও রাজ্যের অবস্থান স্পষ্ট করেছিলেন শিক্ষামন্ত্রী। এবার রাজ্যের শিক্ষানীতি কি হবে? সে বিষয়ে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন হয়ে গেল। প্রাক-প্রাথমিক স্তর থেকে কলেজ বিশ্ববিদ্যালয় স্থল পর্যন্ত শিক্ষানীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হল।
advertisement
2/5
পাশাপাশি বাংলা ভাষাকে বিভিন্ন স্কুলে পড়ানোর ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে সে বিষয়েও এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হল। মূলত প্রথম শ্রেণি থেকেই বাংলা ভাষা সম্পর্কে যাতে ছাত্রছাত্রীদের ধারণা তৈরি হয় সে বিষয়ে সম্পর্কেও রাজ্য তার নিজের শিক্ষানীতিতে অবস্থান স্পষ্ট করল।
advertisement
3/5
এর পাশাপাশি উচ্চমাধ্যমিকে এমসিকিউ (MCQ) টাইপের প্রশ্ন থেকে শুরু করে সেমিস্টার পদ্ধতি সহ একাধিক বদল আনার সিদ্ধান্ত এদিন কার্যকরী করল। রাজ্যের তৈরি করা শিক্ষা নীতিতে বলা হয়েছে অষ্টম শ্রেণি বা তারপর থেকে সেমিস্টার পদ্ধতি চালুর ক্ষেত্রে মত রয়েছে শিক্ষা দফতরের। জাতীয় শিক্ষা নীতি পর্যালোচনাকারী কমিটিও এই সুপারিশ করেছে।তবে এখনই নয় তিন বছর ধরে ধাপে ধাপে এই পদ্ধতি চালু করা হবে।
advertisement
4/5
সেই সঙ্গে প্রাথমিক,উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের সিলেবাসও পুনর্মূল্যায়ন করবে কমিটি। খতিয়ে দেখা হবে সর্বভারতীয় এবং আন্তর্জাতিক বোর্ডগুলির সিলেবাসও। উচ্চশিক্ষার সঙ্গে যাতে সামঞ্জস্য থাকে, তার জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে সেমিস্টার চালুর সুপারিশ করেছে এই বিশেষ কমিটি।
advertisement
5/5
স্কুল স্তরের শিক্ষক-শিক্ষিকাদের পদোন্নতির সুপারিশও মেনে নিয়েছে রাজ্য সরকার। খতিয়ে দেখা হবে তাঁদের পারফরম্যান্স। স্কুলগুলির মধ্যে 'হাব অ্যান্ড স্পোক' পদ্ধতিতে ইতিমধ্যেই সম্পর্ক স্থাপন করা হয়েছে। একই পদ্ধতিতে স্কুলগুলির সঙ্গে কলেজ-বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি মেনে এখনই চার বছরের বিএড কোর্সের দিকে হাঁটছে না রাজ্য সরকার। দু'বছরের কোর্সই অপরিবর্তিত রাখছে তারা। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে রাজ্যের নয়া শিক্ষা নীতি। Input- SOMRAJ BANDOPADHYAY