TRENDING:

বড় চাকরির সুযোগ: রেলওয়ে গ্রুপ-D পদের বিজ্ঞপ্তি প্রকাশ! আবেদন শুরু ২১ জানুয়ারি থেকে...

Last Updated:
রেলওয়ে গ্রুপ D নিয়োগ ২০২৫: ২২ হাজার শূন্যপদ রেলওয়েতে গ্রুপ D পদে ২২ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগের শর্ট নোটিফিকেশন ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছিল। এবার নতুন নোটিফিকেশন জারি করে আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে।
advertisement
1/5
বড় চাকরির সুযোগ: রেলওয়ে গ্রুপ-D পদের বিজ্ঞপ্তি প্রকাশ! আবেদন শুরু ২১ জানুয়ারি থেকে...
রেলওয়ে গ্রুপ D নিয়োগ ২০২৫: ২২ হাজার শূন্যপদরেলওয়েতে গ্রুপ D পদে ২২ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগের শর্ট নোটিফিকেশন ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছিল। এবার নতুন নোটিফিকেশন জারি করে আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে।প্রার্থীরা ২১ জানুয়ারি ২০২৫ থেকে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।
advertisement
2/5
শিক্ষাগত যোগ্যতান্যূনতম ১০ম শ্রেণি পাশ, অথবাNCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে।
advertisement
3/5
শারীরিক যোগ্যতা🔹 পুরুষ প্রার্থী৩৫ কেজি ওজন তুলে ২ মিনিটে ১০০ মিটার হাঁটতে হবে (ওজন না নামিয়ে)৪ মিনিট ১৫ সেকেন্ডে ১০০০ মিটার দৌড়াতে হবে🔹 মহিলা প্রার্থী২০ কেজি ওজন তুলে ২ মিনিটে ১০০ মিটার হাঁটতে হবে (ওজন না নামিয়ে)৫ মিনিট ৪০ সেকেন্ডে ১০০০ মিটার দৌড়াতে হবে
advertisement
4/5
বয়সসীমান্যূনতম বয়স: ১৮ বছরসর্বোচ্চ বয়স: ৩৬ বছরআবেদন ফিজেনারেল / OBC / EWS: ৫০০ টাকাSC / ST / EBC / মহিলা / ট্রান্সজেন্ডার: ২৫০ টাকানির্বাচন প্রক্রিয়াকম্পিউটার বেসড টেস্ট (CBT)ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET)ডকুমেন্ট ভেরিফিকেশনমেডিক্যাল পরীক্ষা
advertisement
5/5
বেতনমাসিক বেতন: ২২,৫০০ টাকা থেকে ২৫,৩৮০ টাকাকাট-অফজেনারেল: ৪০EWS: ৪০OBC (নন ক্রিমি লেয়ার): ৩০SC / ST: ৩০যে ভাষাগুলিতে পরীক্ষা হবেঅসমিয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, কোঙ্কণী, মালয়ালম, মণিপুরি, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু, উর্দুকীভাবে আবেদন করবেনঅফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-এ যানহোমপেজে Apply Online লিঙ্কে ক্লিক করুনNew Registration-এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিনরেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে লগইন করুনআবেদন ফি (যদি প্রযোজ্য হয়) জমা দিনফর্মের একটি প্রিন্টআউট রেখে দিন
বাংলা খবর/ছবি/শিক্ষা/
বড় চাকরির সুযোগ: রেলওয়ে গ্রুপ-D পদের বিজ্ঞপ্তি প্রকাশ! আবেদন শুরু ২১ জানুয়ারি থেকে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল