Indian Oil Recruitment: রাষ্ট্রয়াত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলে চাকরির সুযোগ! ২৫ হাজার থেকে ১ লাখ বেতন, বিপুল শূন্যপদের ঘোষণা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Govt job alert: বিপুল পরিমাণে কর্মী নেবে সরকারি সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মোট ৩৯৪টি শূন্যপদ রয়েছে।
advertisement
1/5

বিপুল পরিমাণে কর্মী নেবে সরকারি সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মোট ৩৯৪টি শূন্যপদ রয়েছে।
advertisement
2/5
চাকরিতে যারা সুযোগ পাবে তাদের পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যে নিয়োগ করা হবে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।প্রতীকী ছবি
advertisement
3/5
যারা চাকরিতে সুযোগ পাবেন, তাদের নিয়োগ করা হবে প্রোডাকশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ফায়ার অ্যান্ড সেফটি-সহ বিভিন্ন বদে নিয়োগ করা হবে। তবে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে, যারা চাকরিতে সুযোগ পাবেন তাঁদের বেতন হবে ২৫ হাজার থেকে ১ লাখ ৫ হাজার।
advertisement
4/5
ইলেকট্রিক্যাল বিভাগে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে।
advertisement
5/5
ওয়েবসাইটে ইন্ডিয়ান অয়েলে চাকরির জন্য আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের কোনও আবেদনের খরচ লাগবে না। অসংরক্ষিতদের ৩০০ টাকা দিয়ে আগামী ৯ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।