TRENDING:

Government Job News: সরকারি চাকরির সুবর্ণ সুযোগ, তাও আবার দার্জিলিঙে! এখনই জেনে আবেদন করুন

Last Updated:
Government Job News: দার্জিলিংয়ে থেকে সরকারি চাকরির স্বপ্নপূরণ করুন। কারা আবেদন করতে পারবেন জানুন...
advertisement
1/5
সরকারি চাকরির সুবর্ণ সুযোগ, তাও আবার দার্জিলিঙে! এখনই জেনে আবেদন করুন
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)–এর অধীনে আনান্ধরা জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট থেকে জেলা রিসোর্স পার্সন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি পদে আবেদন গ্রহণ করা হবে — ১) District Resource Person (Social Mobilisation & Institutional Building), ২) District Resource Person (Farm Livelihoods)
advertisement
2/5
এই পদগুলি সম্পূর্ণ চুক্তিভিত্তিক (contractual) এবং নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে District Rural Development Cell, Lewis Jubilee Complex, Darjeeling (734101)।আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ নভেম্বর, ২০২৫।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
ইচ্ছুক প্রার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনপত্রের ফরম্যাট ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই পদগুলির উদ্দেশ্য হবে জেলার বিভিন্ন ব্লকে গ্রামীণ জীবিকা উন্নয়ন ও সামাজিক সংগঠনের কার্যক্রমে সহায়তা প্রদান।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
এর পাশাপাশি, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক দার্জিলিং সদর মহকুমা অফিস (Office of the Sub-Divisional Officer, Sadar Darjeeling) থেকেও এএসএইচএ (ASHA) কর্মী নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা শুরু হয়েছে ইতিমধ্যে এবং আবেদন গ্রহণের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১৪ নভেম্বর, ২০২৫।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
দুটি বিজ্ঞপ্তিই সরকারি দার্জিলিং প্রশাসনের ওয়েবসাইটে “Recruitment” বিভাগে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Government Job News: সরকারি চাকরির সুবর্ণ সুযোগ, তাও আবার দার্জিলিঙে! এখনই জেনে আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল