Job: চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ! জেলা স্বাস্থ্য দফতরে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন জানুন
- Published by:Ankita Tripathi
- local18
- Reported by:Saikat Shee
Last Updated:
Job: জেলা স্বাস্থ্য দফতরে ৫৯টি শূন্যপদ রয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ হবে এই শূন্যপদগুলিতে। ফলে নতুন বছর শুরুর আগেই দারুণ সুযোগ চাকরি প্রার্থীদের কাছে।
advertisement
1/6

আপনি কি শিক্ষিত বেকার! চাকরি খুঁজছেন! তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। সৌজন্যে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর। জেলা স্বাস্থ্য দফতরে ৫৯টি শূন্যপদ রয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ হবে এই শূন্যপদগুলিতে। ফলে নতুন বছর শুরুর আগেই দারুণ সুযোগ চাকরি প্রার্থীদের কাছে।
advertisement
2/6
পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মী নিয়োগ হবে জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে। তাই চাকরিপ্রার্থীদের কাছে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য বিভাগে কাজের সুযোগ।
advertisement
3/6
মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, স্টাফ নার্স, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, মেডিক্যাল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ব্লক ডেটা ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক এপিডিমিয়োলজিস্ট, টেকনিক্যাল সুপারভাইজ়র পদে নিয়োগ করা হবে কর্মী।
advertisement
4/6
সব মিলিয়ে ৫৯টি শূন্যপদ রয়েছে। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা-সহ কিছু দেওয়া আছে বিজ্ঞপ্তিতে।
advertisement
5/6
কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক জানান, "মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, স্টাফ নার্স, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার-সহ বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে কর্মী। প্রতিটি পদের জন্য বেতন ক্রম আলাদা রয়েছে।"
advertisement
6/6
আবেদন করার শেষ দিন ১৩ ডিসেম্বর। পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে <strong>(/)</strong> যেতে হবে। 'হোমপেজ' থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার তথ্য দেওয়া আছে।