Full Form of Ok: কথায় কথায় তো ওকে বলেন, Ok-র ফুল ফর্ম জানেন? ৯৯ শতাংশ মানুষই জানে না!
- Published by:Raima Chakraborty
Last Updated:
Full Form of Ok: বেশিরভাগ মানুষতো এটাই জানেন না যে 'ওকে' / Ok শব্দটির কোনও পুরো কথা বা ফুল ফর্ম রয়েছে।
advertisement
1/6

স্কুল-কলেজ-অফিসের কাজ থেকে রোজকার জীবনের অসংখ্য-অজস্র কথার মাঝে আপনি কতবার 'ওকে' বলেন? না, গুণে শেষ করা যাবে না একেবারেই। কিন্তু অত্যন্ত প্রচলিত এই ইংরেজি Ok শব্দের একটা ফুল ফর্ম বা পুরো কথা রয়েছে। সেটা কি আপনি জানেন? সোশ্যাল মিডিয়ায় একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে ৯৯ শতাংশ মানুষই এটি জানেন না।
advertisement
2/6
বেশিরভাগ মানুষতো এটাই জানেন না যে ওকে শব্দটির কোনও পুরো কথা বা ফুল ফর্ম রয়েছে। Ok-র ফুল ফর্ম হল Oll Korrect or Olla Kalla। এগুলি গ্রিক শব্দ।
advertisement
3/6
লাতিন শব্দের সংকোচিত রূপ হল i.e / e.g। i.e-র ফুল ফর্ম হল-- id est। e.g-র ফুল ফর্ম হল-- exempli gratia। i.e ব্যবহার হয় ইংরেজিতে দ্যাট ইজ কথাটি বোঝানোর জন্য। e.g ব্যবহার হয় ইংরেজিতে ফর এক্সামপেল কথাটি বোঝানোর সংকোচিত রূপ হিসেবে।
advertisement
4/6
যে কোনও আর্থিক লেনদেনেই পিন দিতে হয়। ক্রেডিট থেকে ডেবিট কার্ড, অনলাইন টাকা প্রদান-- বিভিন্ন ক্ষেত্রে পিন লাগে। PIN কথাটির ফুল ফর্ম পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর।
advertisement
5/6
স্কুবা ডাইভিং করতে অনেকেই ভালবাসেন। বিদেশের পাশাপাশি এখন এ দেশেও সমুদ্রের নীচের জগৎকে ঘুরে দেখার সুযোগ রয়েছে। কিন্তু এই স্কুবা / SCUBA কথাটির ফুল ফর্ম রয়েছে। এটির পুরো কথাটি হল সেল্ফ কনটেইন্ড আন্ডারওয়াটার ব্রিদিং অ্যাপারেটস।
advertisement
6/6
ঘড়ির সময় বলার ক্ষেত্রে ইংরেজিতে AM/PM অত্যন্ত পরিচিত শব্দ। কিন্তু এর ফুল ফর্মও বেশিরভাগই জানেন না। ছোটবেলা সাধারণ জ্ঞানের বইতে থাকলেও, এখন তা মাথা থেকে হারিয়ে গিয়েছে। AM-এর ফুল ফর্ম অ্যান্টি মেরিডিয়াম। PM-এর ফুল ফর্ম পোস্ট মেরিডিয়াম। এগুলিও লাতিন শব্দ।