TRENDING:

Famous School of West Bengal: বাংলার গর্ব এই স্কুল, প্রাক্তনীদের তালিকার কার নাম রয়েছে জানেন? শ্রদ্ধায় মাথানত হবে!

Last Updated:
Famous School of West Bengal: বিদ্রোহী কবির সেই স্মৃতি আকড়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই বিদ্যালয়। কোথায় জানেন?
advertisement
1/9
বাংলার গর্ব এই স্কুল, প্রাক্তনীদের তালিকার কার নাম জানেন? শ্রদ্ধায় মাথানত হবে!
ছাত্র হিসেবে এই বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন স্বয়ং বিদ্রোহী কবি। এছাড়াও জড়িয়ে রয়েছে আরও এক কবির নাম। সেই সবের স্মৃতি আঁকড়ে আজও দাড়িয়ে আছে পূর্ব বর্ধমানের এই বিদ্যালয়টি।
advertisement
2/9
অবিভক্ত বর্ধমান জেলার সঙ্গে নিবিড় যোগ রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। গোটা জেলাটি প্রশাসনিক কারণে দুই ভাগে বিভক্ত হওয়ার পর, দুই বর্ধমান জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কবির একাধিক স্মৃতি।
advertisement
3/9
তেমনই এক স্মৃতি জড়িয়ে আছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের সঙ্গেও। পূর্ব বর্ধমান জেলার এই মঙ্গোলকোটে রয়েছে এমন একটি বিদ্যালয়, যেখানে বেশ কিছুদিন পড়াশোনা করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম।
advertisement
4/9
পূর্ব বর্ধমানের মঙ্গোলকোটের এই বিদ্যালয়টির নাম মাথরুন নবীনচন্দ্র বিদ্যায়তন। বিদ্রোহী কবির সেই স্মৃতি আকড়ে আজও দাড়িয়ে রয়েছে এই বিদ্যালয়।
advertisement
5/9
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক পরিমল প্রধান বলেন, "কুমুদরঞ্জন মল্লিকের খুবই অনুগত বাধ্য ছাত্র ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি ১৯১১ - ১৯১২ সাল সময়কালে খুবই সুনামের সঙ্গে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এই বিষয়টি খুবই ঐতিহ্যপূর্ণ।"
advertisement
6/9
তবে কেবল বিদ্রোহী কবি নয় মঙ্গলকোটের এই বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে আরেক বিখ্যাত কবির নাম।
advertisement
7/9
তিনি পল্লী কুমুদ রঞ্জন মল্লিক।
advertisement
8/9
জানা যায়, ১৯০৭ সাল থেকে ১৯৩৮ সাল পর্যন্ত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন তিনি।
advertisement
9/9
আর তিনি প্রধান শিক্ষক থাকাকালীন এই বিদ্যালয়ে ভর্তি হন কাজী নজরুল ইসলাম।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Famous School of West Bengal: বাংলার গর্ব এই স্কুল, প্রাক্তনীদের তালিকার কার নাম রয়েছে জানেন? শ্রদ্ধায় মাথানত হবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল