TRENDING:

Exam Tips: সন্তানকে নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুলে ভর্তি করানোর ইচ্ছে! ভর্তির পরীক্ষায় সহজে ‘চান্স’ পাওয়ার ফর্মুলা শেখালেন অভিজ্ঞ শিক্ষক

Last Updated:
Tips for Success in Navodaya Sainik School Exam: বিহারের পূর্ণিয়ার ঝিলটোলা এলাকায় অবস্থিত নবোদয় হাউস কোচিং ইনস্টিটিউট-এর অভিজ্ঞ শিক্ষক অঞ্জেশ কুমার জানালেন নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলে ভর্তির পরীক্ষায় পাশ করতে কেমন হওয়া উচিত পরীক্ষার্থীদের প্রস্তুতি পর্ব৷
advertisement
1/10
সন্তানকে নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুলে ভর্তি করানোর ইচ্ছে! ‘চান্স’ পাওয়ার ফর্মুলা জানুন
সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেশিরভাগ বাবা মায়ের মনেই দু:শ্চিন্তা ভর করে আসে৷ কী নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে পড়ুয়াদের৷ ভাল রেজাল্টের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে স্কুল, কলেজ৷
advertisement
2/10
ভাল স্কুলে সন্তানকে পড়ানো প্রচুর বাবা মায়ের স্বপ্ন৷ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উন্নত সুযোগ সুবিধা সম্পন্ন স্কুলগুলি হয় বেসরকারি৷ প্রাইভেট স্কুলের অতিরিক্ত খরচের কারণে বাধ্য হয়েই পিছিয়ে আসেন বহু বাবা মা৷ Representative Image
advertisement
3/10
তবে দুটি সরকারি স্কুলে সেরা শিক্ষাব্যবস্থার জন্য দেশজুড়ে নাম রয়েছে৷ একটি হল নবোদয় বিদ্যালয় এবং অন্যটি হল সৈনিক স্কুল৷ পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জায়গায় রয়েছে এই দুটি স্কুল৷
advertisement
4/10
বহু বাবা মায়ের স্বপ্ন থাকে এই দুই আবাসিক এবং সরকারি স্কুলে ভর্তি হোক তাঁর সন্তান৷ তবে দুটি স্কুলেই সুযোগ পাওয়া মোটেই সহজ নয়৷ শিক্ষকদের মতে প্রস্তুতি পর্বে ছোট ছোট কিছু ভুলের জন্যই হাতছাড়া হয় ‘চান্স’৷  Representative Image
advertisement
5/10
বিহারের পূর্ণিয়ার ঝিলটোলা এলাকায় অবস্থিত নবোদয় হাউস কোচিং ইনস্টিটিউট-এর অভিজ্ঞ শিক্ষক অঞ্জেশ কুমার জানালেন নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলে ভর্তির পরীক্ষায় পাশ করতে কেমন হওয়া উচিত পরীক্ষার্থীদের প্রস্তুতি পর্ব৷ তিনি জানালেন কঠিন হলেও সঠিক উপায়ে খুব সহজেই পাশ করা যায় এই দুই স্কুলের অ্যাডমিশন টেস্টে৷
advertisement
6/10
শিক্ষক অঞ্জেশ কুমার-এর মতে, যদি লক্ষ্য সরকারি আবাসিক বিদ্যালয় হয়, তাহলে বাচ্চার প্রস্তুতি তৃতীয় শ্রেণি থেকেই শুরু করা উচিত। তিনি বলেছেন, এই বয়সেই বাচ্চার অঙ্ক, রিজনিং, সাধারণ জ্ঞান আর ইংরেজি-র ভিত্তি মজবুত করা দরকার।  Representative Image
advertisement
7/10
এই সময় বাবা-মা-কে বাচ্চার পড়াশোনা আর রুটিনের দিকে বিশেষ নজর দিতে হবে। তিনি আরও বলেছেন, ছোট বাচ্চাদের মানসিক বিকাশ পুরোপুরি হয় না, তাই পরীক্ষার সময় তারা ভয় পায়, যার ফলে সঠিক উত্তর জানলেও ভুল করে ফেলে। এই অবস্থায় অভিভাবকদের উচিত তাদের মানসিকভাবে শক্তিশালী করা।  Representative Image
advertisement
8/10
অঞ্জেশ কুমার জানিয়েছেন, মক টেস্ট পরীক্ষা শুরুর অন্তত এক মাস আগে থেকে বাচ্চাদের দিয়ে প্রতিদিন এক বা দুইটা মডেল সেট প্র্যাকটিস করানো উচিত।  Representative Image
advertisement
9/10
এতে বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়ে আর তারা তাদের দুর্বলতা চিনে নিয়ে সেই সমস্যাগুলি ঠিক করতে পারে। তিনি বলেছেন, যখন পড়ুয়ারা বারবার সেট প্র্যাকটিস করবে, তখন আসল পরীক্ষার ভয় থাকবে না আর সে সহজভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে।
advertisement
10/10
শিক্ষকের মতে, বাবা-মা-কে সবসময় বাচ্চার প্রশংসা করতে হবে। পড়াশোনার নজরদারির পাশাপাশি মানসিক সমর্থনও দিতে হবে। তিনি বলেছেন, শুধু কোচিং বা স্কুলের ওপর নির্ভর করা যাবে না। বাড়ির পরিবেশ আর বাবা-মা-র অংশগ্রহণই সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি।শেষে তিনি পরামর্শ দিয়েছেন, বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাবের সঙ্গে সঠিক রুটিন, শৃঙ্খলা আর আত্মবিশ্বাস থাকলে তারা অবশ্যই নবোদয় আর সৈনিক ভর্তি পরীক্ষায় সফল হবে।  Representative Image
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Exam Tips: সন্তানকে নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুলে ভর্তি করানোর ইচ্ছে! ভর্তির পরীক্ষায় সহজে ‘চান্স’ পাওয়ার ফর্মুলা শেখালেন অভিজ্ঞ শিক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল