Lawyer Job: মোটা টাকা আয়, নেই কোনও রিটারমেন্ট বয়স, স্বাধীনভাবে কাজ করতে আইন নিয়ে পড়ুন, রইল খুঁটিনাটি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
আইন নিয়ে পড়াশোনা করার ইচ্ছে, ভবিষ্যত কী, জানুন আইনজীবীর মত
advertisement
1/6

উচ্চ মাধ্যমিক পড়ার পর কিংবা স্নাতক পাস করবার পর সকলেই চাকুরির দিকে নিজেদের মনোননিবেশ করে। কখনও শিক্ষকতা, কর্পোরেট সেক্টর কিংবা সরকারি ও বেসরকারি একাধিক পরীক্ষার দিকে সকলেই পা বাড়ায়। প্রত্যেকের মধ্যে থাকে নিজেদের স্বনির্ভর করার ভাবনা।
advertisement
2/6
তবে জানেন কি এই পেশা অত্যন্ত স্বাধীন, নিজের বুদ্ধিমত্তা এবং কর্ম ক্ষমতায় অনায়াসে কোনও অবসর ছাড়াই বহু বছর ধরে এই পেশায় থাকা যায়। এমন একটি স্বাধীন পেশা হল আইন।
advertisement
3/6
বর্তমান দিনের স্বাধীনচেতা পেশায় আসার সম্ভাবনা বাড়ছে। ছাত্র-ছাত্রীদের মধ্যে অধিকাংশ আইন সম্পর্কে জানেন না। এই আইন বিষয় নিয়ে পড়াশোনা করলে একদিকে যেমন আইনজীবী হওয়া যায় অন্যদিকে তেমন বিভিন্ন আদালতে বিচারক পদেও আসীন হওয়া যায়। কতটা আইন পড়া যুক্তিসঙ্গত, আইন পড়ে কি হতে পারে, তা সবিস্তারে বর্ণনা দিলেন প্রবীণ আইনজীবী শান্তিদেব ঘোষ।
advertisement
4/6
বর্তমান দিনে আইনজীবী হওয়ার প্রবণতা তেমন কোনও ছাত্র-ছাত্রীদের মধ্যে লক্ষ্য করা যায় না। উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক পাস করার পর বিশেষ পরীক্ষা দিয়ে আইন নিয়ে পড়াশোনা করা যায়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর নির্দিষ্ট নম্বরের ভিত্তিতে এবং প্রবেশিকা পরীক্ষা দিয়ে আইন নিয়ে পড়ার জন্য ভর্তি হওয়া যাবে। এক্ষেত্রে যারা স্নাতক পাস করে আইন নিয়ে ভর্তি হতে আসছে তারা তিন বছর এবং উচ্চমাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য পাঁচ বছরের কোর্স করতে হবে।
advertisement
5/6
পড়াশোনোর পর সার্টিফিকেট নিয়ে সংশ্লিষ্ট বার কাউন্সিল থেকে অনুমতি নিয়ে সংশ্লিষ্ট আদালতে প্র্যাকটিস করতে পারবেন তারা। শুধু তাই নয় সারা দেশব্যাপী একটি বিশেষ পরীক্ষা দিতে হবে প্রত্যেককে। তবেই মিলবে ওকালতি করার সুযোগ। শুধু তাই নয়, পাবলিক সার্ভিস কমিশনের অধীন জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দিয়ে হওয়া যাবে বিচারকও।
advertisement
6/6
বিশেষজ্ঞদের মতে, ওকালতি একটি স্বাধীন পেশা। সম্পূর্ণ নিজের কর্ম ক্ষমতা ও দক্ষতায় অনায়াসে নিজেকে স্বনির্ভর করতে পারবেন। তাই, অন্যান্য পেশার পাশাপাশি আইনকেও পেশা হিসেবে নিতে পারেন আপনিও।