Malda News|| উচ্চ মাধ্যমিকের ফল খারাপ, বিক্ষোভে উত্তপ্ত মালদহের বুলবুলচন্ডী, ৪ ঘণ্টা অবরুদ্ধ রাজ্য সড়ক
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
স্কুলের বেশিভাগ ছাত্রী উচ্চমাধ্যমিকে অকৃতকার্য, তার জেরে শনিবার দিনভর তুমুল বিক্ষোভ মালদহের হবিবপুরের বুলবুলচন্ডীতে।
advertisement
1/5

*স্কুলের বেশিভাগ ছাত্রী উচ্চমাধ্যমিকে অকৃতকার্য। তার জেরে শনিবার দিনভর তুমুল বিক্ষোভ মালদহের হবিবপুরের বুলবুলচন্ডীতে। রাস্তায় নেমে একটানা প্রায় চার ঘণ্টা ধরে ব্যস্ততম রাজ্য সড়ক অবরোধ করে রাখলেন উচ্চমাধ্যমিকের অকৃতকার্য ছাত্রীরা। এমনকী অঝোর বৃষ্টির সময়েও রাস্তা থেকে সরে যায়নি ছাত্রীরা। বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক আন্দোলনকারী ছাত্রী। শেষপর্যন্ত বিকেল নাগাদ লাঠি উঁচিয়ে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয় হবিবপুর থানার পুলিশ। তথ্য ও ছবিঃ সেবক দেব শর্মা।
advertisement
2/5
*এ দিকে, এ দিন উচ্চমাধ্যমিকের খারাপ ফলের প্রতিবাদে আন্দোলনের সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হবিবপুরের বিজেপি বিধায়ক জয়েল মুর্মু। বিক্ষোভের জেরে রাস্তায় আটকে পড়ে বিধায়কের গাড়ি। এরপর ছাত্রীদের সঙ্গে স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার সময় বচসা ও বিতর্কে জড়িয়ে পড়েন স্থানীয় বিধায়ক। তাঁর বিরুদ্ধে ছাত্রীদের প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।
advertisement
3/5
*জানা গিয়েছে, বুলবুলচন্ডীর আরএন রায় গার্লস হাইস্কুলে এ বার উচ্চমাধ্যমিকে অত্যন্ত খারাপ ফলাফল হয়েছে। স্কুলের ১৬১ জন নিয়মিত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৬৪ জন। অর্থাৎ স্কুলের বেশিরভাগ ছাত্রী অকৃতকার্য। শুক্রবার বিকেলে এই স্কুলের ছাত্রীরা মালদহ শহরে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-র অফিসে ধর্না অবস্থান চালায়। এরপর আজ সকাল থেকে স্কুলের কাছে মালদা- নালাগোলা রাজ্য সড়ক বন্ধ করে শুরু হয় বিক্ষোভ, আন্দোলন। রাস্তায় বসে পড়ে যান চলাচল স্তব্ধ করে দেন উচ্চমাধ্যমিকের ছাত্রীরা। খবর পেয়ে এলাকায় পৌঁছে যায হবিবপুর থানার পুলিশ।
advertisement
4/5
*কিন্তু, পুলিশের বোঝানোর পরেও ওঠেনি অবরোধ। উচ্চ মাধ্যমিকের অকৃতকার্য হওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং উচ্চমাধ্যমিক সংসদের ওপর দোষ চাপিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। স্কুল কর্তৃপক্ষ সংসদের সঙ্গে যোগাযোগ করে খারাপ ফল খতিয়ে দেখার আশ্বাস দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। উল্টে স্কুলে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। স্কুলের ভেতরে আটকে থাকেন প্রধান শিক্ষিকা-সহ অন্যান্যরা।
advertisement
5/5
*এ দিনের অবরোধের জেরে ব্যস্ততম রাজ্য সড়কে প্রচুর গাড়ির ভিড় জমে যায়। ওই সময়ে এলাকা দিয়ে যাচ্ছিলেন হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মূর্মু। বিক্ষোভ দেখে ছাত্রীদের সঙ্গে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে যান বিধায়ক। সেইসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদারের সঙ্গে বিধায়কের কার্যত বচসা বাঁধে। খারাপ ভালোর জন্য ছাত্রীদের কোনও অঘটন ঘটলে দায় কে নেবে? এ নিয়ে বিধায়ক প্রশ্ন তুলতেই উত্তেজনা ছড়ায়। দীর্ঘক্ষন অবরোধ চলা চলার পর এলাকায় পৌঁছয় বাড়তি পুলিশ বাহিনী। লাঠি উঁচিয়ে ছাত্রীদের ছত্রভঙ্গ করে পুলিশ। আন্দোলনের সময় অসুস্থ এক ছাত্রী চিকিৎসাধীন বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন, স্কুলের এত সংখ্যক ছাত্রীর অকৃতকার্য হওয়ার কথা নয়। মার্কশিট তৈরিতে কোথাও ভুল হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংসদ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। ছাত্রীদের নম্বর সংক্রান্ত নথিপত্র নিয়ে সোমবার সংসদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে স্কুল কর্তৃপক্ষ।
বাংলা খবর/ছবি/চাকরি ও শিক্ষা/
Malda News|| উচ্চ মাধ্যমিকের ফল খারাপ, বিক্ষোভে উত্তপ্ত মালদহের বুলবুলচন্ডী, ৪ ঘণ্টা অবরুদ্ধ রাজ্য সড়ক