TRENDING:

Education Loan in West Bengal: উচ্চ শিক্ষায় বাধা টাকার অভাব? ঋণ দেবে রাজ্য সরকার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড কারা পাবেন-কীভাবে আবেদন? খুঁটিনাটি জানুন

Last Updated:
Education Loan in West Bengal: রাজ্যের মেধাবীদের সাহায্যার্থে রাজ্য সরকারের তরফে ২০২১ সাল থেকে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্প চালু করা হয়েছে। এর মাধ্যমে উচ্চ শিক্ষায় প্রয়োজনীয় অর্থ সাহায্য করে রাজ্য সরকার। কীভাবে কোথা থেকে আবেদন করবেন, বিশদে জানুন...
advertisement
1/12
উচ্চ শিক্ষায় বাধা টাকা? ঋণ দেবে রাজ্য সরকার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড কারা পাবেন জেনে নিন
রাজ্যের বহু পড়ুয়ার ক্ষেত্রেই উচ্চ শিক্ষা গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়ায় পরিবারের আর্থিক পরিস্থিতি। অনেক পড়ুয়াই পিছিয়ে আসেন খরচসাপেক্ষ বিষয়গুলি নিয়ে পড়ার ক্ষেত্রে। শুধু স্নাতক নয়, পিএইচডি, স্নাতকোত্তর স্তরেও এই সমস্যার সম্মুখীন হন অনেকে। তবে চিন্তা নেই, সমাধান রয়েছে রাজ্য সরকারের কাছে।
advertisement
2/12
এই সমস্যা সমাধানে, রাজ্যের মেধাবীদের সাহায্যার্থে রাজ্য সরকারের তরফে ২০২১ সাল থেকে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্প চালু করা হয়েছে। এর মাধ্যমে উচ্চ শিক্ষায় প্রয়োজনীয় অর্থ সাহায্য করে রাজ্য সরকার।
advertisement
3/12
তার আবেদনের সঠিক পদ্ধতি, কত টাকা ঋণ পাওয়া যেতে পারে, ঋণ পাওয়ার পর কত দিনে সেই টাকা মেটাতে হবে-- সে সব নিয়ে নানা বিভ্রান্তির মধ্যে থাকেন পড়ুয়ারা। জেনে নিন বিশদে...
advertisement
4/12
স্টুডেন্ট ক্রেডিট কার্ড কী? ২০২১-এ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্প। এই কার্ডের সাহায্যে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন উচ্চ শিক্ষার জন্য। সে ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে সেমেস্টার ভিত্তিতে অথবা শিক্ষাবর্ষর ভিত্তিতে টাকা পাওয়া যায়।
advertisement
5/12
কোন কোন ক্ষেত্রে ঋণ পাওয়া যায়? দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরই ঋণ-এর জন্য আবেদন করা যাবে। পলিটেকনিক নিয়ে পড়াশোনা করতে চাইলেও দশম শ্রেণির পর ঋণের জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। এ ছাড়াও উচ্চ মাধ্যমিকের পর স্নাতক অথবা স্নাতকোত্তর পড়ার জন্যও পাওয়া যাবে ঋণ। ইঞ্জিনিয়ারিং, চিকিৎসাবিদ্যা, আইন-সহ ব্যয়বহুল বিষয় নিয়ে পড়ার জন্যও আবেদন করা যাবে।
advertisement
6/12
স্নাতকোত্তর উত্তীর্ণদের জন্য পিএইচডি করার ইচ্ছে থাকলেও ঋণ নেওয়া যাবে। তবে শুধু যে উচ্চ স্তরে পড়ার জন্য এই ঋণ, এমনটা নয়। সর্ব ভারতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতিও ঋণ নিয়ে পড়তে পারবেন আগ্রহীরা।
advertisement
7/12
বিদেশের প্রতিষ্ঠানেও পড়তে চাইলে এই ঋণ আবেদন করতে পারবেন পড়ুয়ারা। সে ক্ষেত্রে আবেদনের পর যাচাইকরণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে নথি চাওয়া হয়ে থাকে। সেই নথি-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ হলেই ব্যাঙ্ক ঋণের আবেদনের টাকা দিয়ে থাকে।
advertisement
8/12
কারা আবেদন করতে পারবেন? অন্তত ১০ বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। উচ্চ শিক্ষায় ভর্তি হওয়ার উপযুক্ত নথি জমা দিলেই আবেদন করতে পারবেন পড়ুয়া।
advertisement
9/12
আবেদনের পদ্ধতি কী? www.wb.gov.in, https://banglaruchachashiksha.wb.gov.in, https://wbscc.wb.gov.in -- এই ওয়েবসাইটে গিয়ে পোর্টালে পড়ুয়াদের দশম শ্রেণি রেজিস্ট্রেশন নম্বর এবং আধার কার্ড দিয়ে ‘রেজিস্ট্রশন’ করতে হবে। তাতে পাওয়া যাবে ‘ইউনিক আইডি’। এর পর ওই আইডি দিয়ে ‘লগ ইন’ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে এবং নথি জমা দিতে আবেদন করতে হবে। কোর্স চলাকালীন এবং বছরে যে কোনও সময় আবেদন করা যায়।
advertisement
10/12
ঋণ পাওয়ার প্রক্রিয়া? আবেদন প্রথমে প্রতিষ্ঠানের যাচাইকরণের জন্য। প্রতিষ্ঠান থেকে তা ফেরৎ যায় উচ্চ শিক্ষা দফতরের। তার পর সেই নথি ব্যাঙ্কের কাছে পাঠানো হয়। ব্যাঙ্ক সব নথি খতিয়ে দেখে ঋণের অনুমোদন দিলে রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়। পড়ুয়ার কাছে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ যায়। তবে, প্রতি পরীক্ষা শেষের পর পড়ুয়াকে ‘প্রোগ্রেস রিপোর্ট’ পোর্টালে জমা করতে হয়।
advertisement
11/12
রাজ্য সমবায় ব্যাঙ্ক, তাদের অনুমোদিত কেন্দ্রীয় এবং জেলা সমবায় ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কগুলি থেকে শিক্ষাঋণ পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে। ঋণ বাবদ টাকা বাকি পড়লে গ্যারান্টার হিসেবে ব্যাঙ্কগুলিকে বকেয়া মেটাবে রাজ্য। সুদে ভর্তুকিও দেবে তারা। যার আওতায় ব্যাঙ্কগুলি যে হারই স্থির করুক না-কেন, ঋণগ্রহীতাকে দিতে হবে ৪ শতাংশ সুদ।
advertisement
12/12
মহিলাদের ক্ষেত্রে সুদে অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট ছাড় পাওয়া যাবে। পাশাপাশি, এই প্রকল্পে ৪ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানকে কোনও আগাম টাকা (মার্জিন মানি) দিতে হবে না গ্রহীতাকে। তবে তার বেশি ঋণের ক্ষেত্রে ৫ শতাংশ টাকা দিতে হবে। ঋণ শোধ শুরু করতে হবে পাঠ্যক্রম শেষ হওয়ার অথবা চাকরি পাওয়ার এক বছর পর থেকে। এ ক্ষেত্রে দু’টির মধ্যে যেটা আগে হবে, সেই সময়ই ধরা হবে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Education Loan in West Bengal: উচ্চ শিক্ষায় বাধা টাকার অভাব? ঋণ দেবে রাজ্য সরকার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড কারা পাবেন-কীভাবে আবেদন? খুঁটিনাটি জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল