Education:এত কঠিন! ইঞ্জিনিয়ারিংয়ের এই ৭ বিষয়ে পাশ করতেই হিমশিম খায় পড়ুয়ারা! দেখুন আপনার কেমন লাগছে
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Engineering Topics Hard To Pass: ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার স্বপ্ন থাকে বহু পড়ুয়ার। কিন্তু পড়তে এসে কঠিন কঠিন কিছু বিষয় আয়ত্ত করতে গিয়েই নাজেহাল হয়ে পড়ে তারা। ইঞ্জিনিয়ারিংয়ের কোন বিষয়গুলি পড়ুয়াদের কাছে বার বার বাধা হয়ে দাঁড়ায় পাশের সময়, জানেন? দেখে নিন।
advertisement
1/8

ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার স্বপ্ন থাকে বহু পড়ুয়ার। কিন্তু পড়তে এসে কঠিন কঠিন কিছু বিষয় আয়ত্ত করতে গিয়েই নাজেহাল হয়ে পড়ে তারা। ইঞ্জিনিয়ারিংয়ের কোন বিষয়গুলি পড়ুয়াদের কাছে বার বার বাধা হয়ে দাঁড়ায় পাশের সময়, জানেন? দেখে নিন।
advertisement
2/8
কোয়ান্টাম মেকানিকস: পদার্থবিদ্যা বা ফিজিক্সেরই একটা অংশ এটি। অনু পরমাণুর মতো কোনও পদার্থ কণা এবং শক্তি ক্ষুদ্রতম মাত্রায় কী ভাবে আচরণ করে তা-ই এই বিদ্যার জ্ঞাতব্য বিষয়।
advertisement
3/8
থার্মো ডায়নামিকস: এই বিষয় তাপশক্তি এবং ক্রিয়ার রূপান্তর প্রসঙ্গে ধারণা দেয়। কীভাবে ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিবিদ্যা কাজ করে তার মূলগত ধারণাও দেয় এই শাখা।
advertisement
4/8
ইলেকট্রো ম্যাগনেটিকস চৌম্বকক্ষেত্রের সঙ্গে বৈদ্যুতিক চার্জ কী ভাবে সংযোগ স্থাপন করতে পারে তা নিয়েই এই বিদ্যা। জটিল কিছু অঙ্ক রয়েছে এই বিভাগে যা বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্রের বিশ্লেষণে কাজে লাগে।
advertisement
5/8
ফ্লুইড মেকানিক্সতরল এবং বাষ্প কী ভাবে কাজ করে, কী তাদের চরিত্র সে সবের বিশ্লেষণের পর বিভিন্ন মাধ্যমের সঙ্গে তরল বা গ্যাস কী ভাবে আচরণ করে তার বিস্তারিত রয়েছে এই বিভাগে। জটিল সমীকরণ দিয়ে এই বিষয়টি উপস্থাপন করা হয়।
advertisement
6/8
কন্ট্রোল সিস্টেমঅ্যাডভান্সড ম্যাথ বা উচ্চতর গণিতের সাহায্যে অঙ্ক কষে যন্ত্রপাতি ঠিক মতো কাজ করছে কি না সে সব বোঝা হয়। নিয়ন্ত্রণ করা হয় বড় বড় মেশিন।
advertisement
7/8
সলিড মেকানিক্সচাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ কী ভাবে প্রতিক্রিয়া জানায় তা এই বিভাগে দেখা হয়। চাপ পরিবর্তন করলে পদার্থের আচরণ কী ভাবে বদলায় তাও বিশ্লেষণ করা হয় এখানেই।
advertisement
8/8
হিট ট্রান্সফার বা তাপ স্থানান্তরকী ভাবে তাপের পরিবহন এবং বিকিরণ হয় সেই বিদ্যা এটি। জটিল অঙ্ক কষে তাপের পরিমাপ এবং স্থানান্তর-এর বিষয়ে নানা দিক উন্মোচন করে এই শাখা।