West Bengal Job Vacancy: মোটা অঙ্কের বেতন, চাকরির বিরাট সুযোগ দিঘা জগন্নাথ মন্দিরে! ৫ তারিখ ইন্টারভিউ, স্নাতক হলে আজই আবেদন করুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
West Bengal Job Vacancy: আবেদনের নিয়ম বেশ সহজ। ইচ্ছুক প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে নিয়ে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে আগামী ৫ সেপ্টেম্বর সকাল ১১'টায়। দিঘা জগন্নাথ ধামের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের তৃতীয় তলার পিএমইউ অফিসে ইন্টারভিউ হবে।
advertisement
1/8

*চাকরির বাজারে ভাটা চলছে, প্রতিদিনই বিভিন্ন ওয়েবসাইট কিংবা সংবাদপত্রের পাতায় ভেসে উঠছে কর্মসংস্থানের বিজ্ঞপ্তি। আবেদনকারীর সংখ্যা দিন দিন বাড়লেও উপযুক্ত চাকরি পাওয়ার সুযোগ অনেকের কাছেই অধরাই রয়ে যাচ্ছে।
advertisement
2/8
*এই পরিস্থিতির মধ্যে চাকরিপ্রার্থীদের জন্য আশার আলো নিয়ে এল দিঘা জগন্নাথ মন্দির। মন্দির কর্তৃপক্ষ সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে স্নাতক পাশ প্রার্থীদের মধ্য থেকে পাবলিক রিলেশন্স ম্যানেজার পদে নিয়োগ করা হবে। তবে আবেদনের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত।
advertisement
3/8
*জগন্নাথ ধামের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এক বছরের জন্য চুক্তিভিত্তিতে পাবলিক রিলেশনস ম্যানেজার (PRM) পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের অবশ্যই যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। তবে শুধু শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট নয়, সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
advertisement
4/8
*বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিক্রয় (Sales) বিষয়ক অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বয়সের সীমা সর্বোচ্চ ৬০ বছর। কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, নিযুক্ত জনসংযোগ ব্যবস্থাপককে স্থানীয় প্রশাসন, সংবাদমাধ্যম, ডিএসডিএ ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করতে হবে।
advertisement
5/8
*মন্দিরে আগত ভক্ত ও পর্যটকদের অভিজ্ঞতা উন্নত করার জন্য ফিডব্যাক সিস্টেম গড়ে তোলা, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা তৈরি এবং ব্র্যান্ডিং কার্যক্রম এগিয়ে নেওয়াও দায়িত্বের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, দিঘায় আসা পর্যটকদের আরও উন্নত পরিষেবা দিতে হোটেলগুলির সঙ্গেও সমন্বয় করতে হবে।
advertisement
6/8
*অনলাইন পোর্টাল ও ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তিগত সংস্থার সঙ্গে কাজ করার দায়িত্বও প্রার্থীর কাঁধে বর্তাবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখানে: https://jagannathdhamdigha.com/recruitment
advertisement
7/8
*আবেদনের নিয়মও বেশ সহজ। ইচ্ছুক প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে নিয়ে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে আগামী পাঁচ সেপ্টেম্বর সকাল ১১'টার মধ্যে। সাক্ষাৎকার হবে দিঘা জগন্নাথ ধামের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের তৃতীয় তলার পিএমইউ অফিসে।
advertisement
8/8
*নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, “আমাদের লক্ষ্য হচ্ছে ভক্ত এবং পর্যটকদের সেরা অভিজ্ঞতা দেওয়া। এই জন্যই আমরা অভিজ্ঞ জনসংযোগ ব্যবস্থাপক নিয়োগ করতে চাই। মন্দির শুধু ধর্মীয় কেন্দ্র নয়, এটি পর্যটন ক্ষেত্রেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে।”