TRENDING:

Chanakya Niti: ‘এই’ গোপন কথাগুলি কখনই স্বামীদের বলবেন না স্ত্রী-রা, সুখী দাম্পত্যের গোপন চাবি

Last Updated:
Husband and wife secret: চাণক্য বলেন, রাগ নিয়ন্ত্রণ করলে দাম্পত্য জীবনে সাফল্য আসে৷  একজন মানুষ যখন রাগান্বিত হয় তখন সে ভাল মন্দের পার্থক্য করতে পারে না।
advertisement
1/7
‘এই’ গোপন কথাগুলি কখনই স্বামীদের বলবেন না স্ত্রী-রা, সুখী দাম্পত্যের গোপন চাবি
কলকাতা: স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক, তবে চাণক্য নীতি বলে যে কিছু বিশেষ জিনিস রয়েছে যা ভুলেও আপনার স্বামীকে বলা উচিত নয়। সেগুলি উল্লেখ করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। Photo-   File
advertisement
2/7
চাণক্য বলেন, বিয়ের পর নারীদের উচিত শ্বশুর-শাশুড়ির নিন্দে কোথাও করা৷ এমনকি শাশুড়ির গোপন কথাও স্বামীকে বলা উচিত নয়। এমনকি আপনার স্বামীর কাছেও  শ্বশুরবাড়ির নিন্দে বা শাশুড়ির নিন্দের কথা বলবেন না। এতে দুই পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে। স্বামী-স্ত্রীর সম্পর্কের ওপরও এর খারাপ প্রভাব পড়ে এবং দাম্পত্য জীবনে আসে তিক্ততা। Photo-   File
advertisement
3/7
দানের ফল তখনই পাওয়া যায় যখন এক হাতের দান অন্য হাতের কাছেও জানা যায় না। মানে দানের প্রশংসা করবেন না, এতে তার প্রভাব শেষ হয়ে যায়।  স্ত্রী যদি দান করে তাহলে সেই কথা কখনই স্বামীকে বলবেন না।
advertisement
4/7
চাণক্যের মতে, স্ত্রীর উচিত তাঁর স্বামীর বা নিজের উপার্জনের কিছু অংশ সঞ্চয় হিসাবে রাখা এবং সেই সঞ্চয় তাঁর স্বামীর কাছে তা উল্লেখ করা উচিত নয়। পরিবারের কঠিন সময়ে এই অর্থ কাজে আসে। যদি আপনি এটি না করেন, তাহলে যে কোনও বিপদের কারণে এই সঞ্চয় ব্যয় করা যেতে পারে।
advertisement
5/7
স্ত্রীদের কখনই তাদের স্বামীদের অন্য কোনও পুরুষের সাথে তুলনা করা উচিত নয়। চাণক্য বলেন, এতে করে স্বামীর মান-সম্মানে আঘাত লাগে এবং দাম্পত্য জীবনে মধুরতা নষ্ট হতে পারে৷  এই বিষয়টি স্বামীদের ক্ষেত্রেও প্রযোজ্য।
advertisement
6/7
চাণক্যের মতে, স্বামী-স্ত্রী উভয়েরই একে অপরের প্রতি ভদ্র আচরণ করা উচিত।  ঔদ্ধত্য বা উগ্রতা নয়, নম্রতা দিয়ে দুজনের সাম্য বজায় রাখা উচিত৷  একেঅপরের প্রতি ভদ্র আচরণ, রাগ থেকে দূরে থাকা এই চেষ্টাগুলি ঐকান্তিক ভাবে করা উচিত, যাতে নিজেদের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা কম থাকে।
advertisement
7/7
চাণক্য বলেন, রাগ নিয়ন্ত্রণ করলে দাম্পত্য জীবনে সাফল্য আসে৷  একজন মানুষ যখন রাগান্বিত হয় তখন সে ভাল মন্দের পার্থক্য করতে পারে না। এমন পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Chanakya Niti: ‘এই’ গোপন কথাগুলি কখনই স্বামীদের বলবেন না স্ত্রী-রা, সুখী দাম্পত্যের গোপন চাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল