Best IIT Engineering College: দেশের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজ, পাশ করলেই কোটি টাকার প্যাকেজে চাকরি! টপাররা দেখে রাখুন
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Best IIT Engineering College: আইআইটি বম্বে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের প্রথম পছন্দ। জেইই টপাররা এই কলেজ বেছে নেন। পাশ করলেই কোটি টাকা প্যাকেজের প্লেসমেন্ট রেকর্ড রয়েছে। জানুন...
advertisement
1/8

দ্বাদশ শ্রেণি পাশ করার পর যাঁরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করতে চান, তাঁদের জন্য দেশের শীর্ষ ৫ আইআইটি সেরা বিকল্প। এই কলেজগুলো উচ্চমানের শিক্ষার জন্য বিখ্যাত তো বটেই, এখানকার পড়ুয়ারা লক্ষ-কোটি টাকার প্যাকেজও পান। জেইই-তে উত্তীর্ণ হওয়ার পর এই কলেজগুলিতে ভর্তি হওয়া প্রত্যেক পড়ুয়ার স্বপ্ন থাকে।
advertisement
2/8
আইআইটি বম্বে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের প্রথম পছন্দ। জেইই টপাররা এই কলেজ বেছে নেন। পড়াশোনার পাশাপাশি ফ্যাকাল্টিও দুর্দান্ত। প্লেসমেন্ট রেকর্ডও অসাধারণ। কোর্স শেষে এখানকার পড়ুয়ারা বিশাল টাকার প্যাকেজের চাকরি পান। যাঁরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কেরিয়ার গড়তে চান, তাঁদের জন্য আইআইটি বম্বে সেরা বিকল্প।
advertisement
3/8
আইআইটি দিল্লিও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য অসাধারণ একটি প্রতিষ্ঠান। এই কলেজ গবেষণা ও উচ্চমানের শিক্ষার জন্য বিখ্যাত। মেকানিক্যালের পাশাপাশি কেমিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্সের মতো কোর্সগুলিও ব্যাপক জনপ্রিয়। প্লেসমেন্টের ক্ষেত্রে শিক্ষার্থীরা কোটি টাকার প্যাকেজ পান।
advertisement
4/8
আইআইটি মাদ্রাজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে ফ্যাকাল্টির চর্চা গোটা দেশে হয়। পড়াশোনার মান অত্যন্ত উচ্চস্তরের। আর প্লেসমেন্টের সময় শিক্ষার্থীরা দারুণ প্যাকেজ পান। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে এটি আদর্শ কলেজ।
advertisement
5/8
আইআইটি কানপুর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণা ও উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়। JEE টপারদের মধ্যে এই কলেজ খুবই জনপ্রিয়। এখানকার পড়াশোনা ও অভিজ্ঞ শিক্ষকরা পড়ুয়াদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করেন। প্লেসমেন্ট রেকর্ডও দারুণ। শিক্ষার্থীরা ভালো বেতনের চাকরি পান।
advertisement
6/8
আইআইটি খড়্গপুর ভারতের প্রথম আইআইটি কলেজ। এল কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেশের অন্যতম সেরা। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে। দারুণ প্লেসমেন্টও পান পড়ুয়ারা। এটি ভারতের সেরা আইআইটিগুলোর মধ্যে একটি, আর এখানকার পড়াশোনার মান অসাধারণ।
advertisement
7/8
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বরাবরই বি.টেক-এর সবচেয়ে জনপ্রিয় ও চাহিদাসম্পন্ন কোর্স। এই শাখায় চাকরির প্রচুর সুযোগ রয়েছে, আর সেরা আইআইটি থেকে পড়লে চমৎকার বেতনও মেলে। মেশিনারি, অটোমোবাইল ও ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদাও ব্যাপক।
advertisement
8/8
এই শীর্ষ ৫ আইআইটি—বম্বে, দিল্লি, মাদ্রাজ, কানপুর ও খড়গপুর—প্লেসমেন্টের দিক থেকে দুর্দান্ত। শিক্ষার্থীরা লাখ থেকে কোটি টাকার প্যাকেজ পান। টাটা, রিলায়েন্স, মাইক্রোসফটের মতো বড় কোম্পানি এই সব কলেজের পড়ুয়াদের নিয়োগ করে। তাই যাঁরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কেরিয়ার গড়তে চান, তাঁদের এই শীর্ষ ৫ আইআইটি-তে ভর্তির চেষ্টা করা উচিত।