TRENDING:

Best Engineering College: NIRF র‍্যাঙ্কিংয়ে ভারতের সেরা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি? তালিকায় বাংলার কোন কলেজ জানেন? জেনে নিন

Last Updated:
Best Engineering College: দেশের সেরা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? নতুন তালিকা প্রকাশ হল, দেখে নিন...
advertisement
1/8
NIRF র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি? তালিকায় বাংলার কোন কলেজ?
প্রায় সব ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদেরই প্রথম পছন্দ সরকারি কলেজ। কিন্তু সবসময় সুযোগ মেলে না। তখন ভর্তি হতে হয় বেসরকারি কলেজে। দেশের সেরা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? NIRF র‍্যাঙ্কিং ২০২৫ অনুযায়ী শীর্ষ প্রতিষ্ঠানগুলোর তালিকা রইল এখানে। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকের পর বি.টেক কোর্সে ভর্তি হতে হলে JEE Main, JEE Advanced সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জরুরি।
advertisement
2/8
Vellore Institute of Technology (VIT Vellore) ভেল্লোর ইনস্টিটিউট অফ টেকনোলজি (VIT Vellore) ভারতের অন্যতম সেরা বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। NIRF 2024 র‍্যাঙ্কিং অনুযায়ী, এই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং ক্যাটেগরির ১১তম স্থানে রয়েছে। এখানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্স করানো হয়। QS র‍্যাঙ্কিং ২০২৫-এ এর অবস্থান ৭৯১-৮০০-এর মধ্যে। বি.টেক কোর্সের মোট ফি ৬.৯০ লাখ থেকে ৭.৮০ লাখ টাকা।
advertisement
3/8
SRM Institute of Science and Technology (SRMIST Chennai) SRMIST Chennai, যা আগে SRM University Chennai ছিল, ভারতের অন্যতম সেরা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। NIRF 2024 র‍্যাঙ্কিং অনুযায়ী, এটি ১৩ তম স্থানে রয়েছে। এখানে ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্স করানো হয়। বি.টেক কোর্সের বার্ষিক ফি ১.৭৫ লাখ থেকে ৩ লাখ টাকা।
advertisement
4/8
Birla Institute of Technology and Science (BITS Pilani) Birla Institute of Technology and Science বিশ্ববিদ্যালয় রাজস্থানে অবস্থিত। NIRF 2024 অনুযায়ী, ২০ তম স্থানে রয়েছে। আর QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি Rank ২০২৫ অনুযায়ী, ৮০১-৮৫০-এর মধ্যে। গোয়া, হায়দরাবাদ ও দুবাইতে বিটসের আরও তিনটি ক্যাম্পাস রয়েছে। এখানে B.Tech, M.Tech, B.Pharm, M.Sc, MBA সহ বিভিন্ন কোর্স পড়ানো হয়। B.Tech কোর্সের মোট ফি ৪.৭৯ লাখ থেকে ২০.১১ লাখ টাকা।
advertisement
5/8
Amrita Vishwa Vidyapeetham (Amrita University) Amrita Vishwa Vidyapeetham কোয়েম্বাটুর AICTE অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। NIRF 2024 র‍্যাঙ্কিং অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৩ তম ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে ৭ম স্থান পেয়েছে। এখানে B.Tech, BA, B.Sc, MBA, M.Sc, PhD সহ বিভিন্ন কোর্স করানো হয়। ফি কোর্স ও ক্যাটাগরির ওপর নির্ভর করে।
advertisement
6/8
Siksha 'O' Anusandhan (SOA University) NIRF 2024 র‍্যাঙ্কিং অনুযায়ী, ভুবনেশ্বরের Siksha 'O' Anusandhan বিশ্ববিদ্যালয় ২৬তম স্থানে রয়েছে। এটি বেসরকারি ডিমড-টু-বি বিশ্ববিদ্যালয়। এখানে UG ও PG কোর্সের জন্য SAAT (SOA Admission Test) পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয়। B.Tech কোর্সের প্রতি সেমিস্টারের ফি ১.২৭ লাখ থেকে ১.৩৭ লাখ টাকা।
advertisement
7/8
Thapar Institute of Engineering and Technology (TIET Patiala) NIRF 2024 অনুযায়ী, Thapar Institute of Engineering and Technology ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৯তম স্থানে রয়েছে। এটি আগে থাপার ইউনিভার্সিটি নামে পরিচিত ছিল। বর্তমানে ডিমড বিশ্ববিদ্যালয়। এখানে BA, B.Tech, B.Sc, MA, M.Sc, M.Tech, PhD সহ বিভিন্ন কোর্স করানো হয়। B.Tech কোর্সের মোট ফি ৮.৮৫ লাখ থেকে ১৮.৩৬ লাখ টাকা।
advertisement
8/8
Amity University নয়ডার Amity University ভারতের সেরা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে অন্যতম। NIRF 2024 র‍্যাঙ্কিং অনুযায়ী, ৩০তম স্থানে রয়েছে। এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-এ এর অবস্থান ৩০১-৩৫০ এর মধ্যে। এখানে B.Tech, MBA, PhD, M.Com, LLM সহ বিভিন্ন কোর্স করানো হয়। B.Tech কোর্সের প্রতি সেমিস্টারের ফি ৮৩,০০০ থেকে ১,২২,০০০ টাকা।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Best Engineering College: NIRF র‍্যাঙ্কিংয়ে ভারতের সেরা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি? তালিকায় বাংলার কোন কলেজ জানেন? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল