TRENDING:

Bank Jobs: ব্যাঙ্কের ম্যানেজার হতে চান? জানেন কোন পরীক্ষায় পাশ করতে হয়...যোগ্যতা কী? স্যালারি কত?

Last Updated:
আমরা সকলেই জানি, যে কোনও ব্যাঙ্কে ম্যানেজারের চাকরি অত্যন্ত ভাল৷ এই চাকরি যেমন সমাজে মান সম্মান এনে দেয়, তেমনই সংসারে আনে আর্থিক স্বস্তি, উন্নতি৷
advertisement
1/5
ব্যাঙ্কের ম্যানেজার হতে চান? জানেন কোন পরীক্ষায় পাশ করতে হয়...যোগ্যতা কী? স্যালারি কত?
নয়াদিল্লি: একটা সময় ছিল যখন শুধু গ্র্যাজুয়েশন পাশ করলেই মিলে যেত বাঘা বাঘা চাকরি৷ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও এত কমপিটিশন কখনওই ছিল না৷ কিন্তু, আজকাল পড়াশোনার ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপ করতে হয় ভীষণ ভেবে চিন্তে৷ কারণ এর সাথে জড়িয়ে থাকে সময় এবং জড়িয়ে থাকে অর্থ৷ এমন ক্ষেত্রে দু’তিনটি চাকরি টার্গেট করে প্রস্তুতি নেওয়ার প্ল্যানিং মন্দ নয়৷
advertisement
2/5
আমরা সকলেই জানি, যে কোনও ব্যাঙ্কে ম্যানেজারের চাকরি অত্যন্ত ভাল৷ এই চাকরি যেমন সমাজে মান সম্মান এনে দেয়, তেমনই সংসারে আনে আর্থিক স্বস্তি, উন্নতি৷ কিন্তু, আমাদের মধ্যে অনেকেই ঠিক জানি না কী নিয়ে পড়াশোনা করলে ব্যাঙ্কের ম্যানেজারের চাকরি পাওয়ার সহজ হয়৷ ব্যাঙ্কের ম্যানেজারের চাকি পেতে হলে কী পরীক্ষা দিতে হয়?
advertisement
3/5
আমরা যখন এ বিষয়ে ব্যাঙ্ক বিশেষজ্ঞ কিশোর চৌহানের সাথে কথা বলি, তিনি জানান যে, ব্যাঙ্কের ম্যানেজার হওয়ার জন্য, প্রার্থীদের ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন ইনস্টিটিউট IBPS বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI দ্বারা আয়োজিত ব্যাঙ্কের PO-র প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। যদি তাঁরা এই পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে প্রার্থীদের প্রবেশনারি অফিস PO হিসেবে নিযুক্ত করা হয়। এই পরীক্ষায় বসলে হলে প্রার্থীকে অবশ্যই স্নাতক অর্থাৎ, গ্র্যাজুয়েট হতে হবে৷
advertisement
4/5
ব্যাঙ্কে কর্মরত বিশেষজ্ঞ কিশোর চৌহান জানিয়েছেন, কেউ যদি ব্যাঙ্কের ম্যানেজার হতে চান এবং স্বপ্ন দেখেন, তাহলে আপনাকে স্নাতক সম্পন্ন করতে হবে। আপনার স্নাতক ডিগ্রি অবশ্যই বি.কম, বিবিএ ইত্যাদিতে থাকলে প্রস্তুতিতে সুবিধা হবে৷ কিন্তু অন্যান্য যে কোনও শাখার স্নাতকেরও এই পরীক্ষায় বসতে পারেন৷ এছাড়া, এম.কম বা এমবিএ-এর মতো ফিনান্স কমার্সে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে তো কথাই নেই৷ ম্যানেজার হওয়ার ক্ষেত্রে এমবিএ পাশ করা ইঞ্জিনিয়রদেরওভাল কদর রয়েছে৷।
advertisement
5/5
আপনার যদি এর মধ্যে কোনও ডিগ্রি থাকে, তাহলে আপিনির্দ্বিধায় IBPS PO এবং SBI PO-র প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। এই দু’টি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই আপনি ব্যাঙ্কের ম্যানেজার হতে পারবেন৷
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Bank Jobs: ব্যাঙ্কের ম্যানেজার হতে চান? জানেন কোন পরীক্ষায় পাশ করতে হয়...যোগ্যতা কী? স্যালারি কত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল