TRENDING:

Air Hostess Salary: একজন বিমানসেবিকার ১ মাসের স্যালারি কত জানেন? উচ্চ মাধ্যমিকে ৫৫% থাকলেই মেলে সুযোগ

Last Updated:
যে কোনও বিষয়ে স্নাতক হলেই আবেদন করা যায় বিমানসেবিকার চাকরির জন্য৷ এছাড়া, দ্বাদশ শ্রেণিতে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে৷
advertisement
1/9
একজন বিমানসেবিকার ১ মাসের স্যালারি কত জানেন? উচ্চ মাধ্যমিকে ৫৫% থাকলে মেলে সুযোগ
এয়ার হোস্টেস অর্থাৎ, বিমানসেবিকা হওয়া মহিলাদের কাছে অন্যতম পছন্দের চাকরি৷ এই চাকরিতে যেমন আছে সম্মান, তেমনই অর্থ, এমনকি দেশ-বিদেশে বেড়ানোর সুযোগও৷
advertisement
2/9
বহু তরুণীরই তাই স্বপ্ন থাকে বিমানসেবিকা হবেন৷ সেই মতো বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হয়ে প্রশিক্ষণও নেন তাঁরা৷
advertisement
3/9
এয়ার হোস্টেস হওয়ার প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে আলোচনা করেছেন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীর এভিয়েশন বিশেষজ্ঞ সঞ্জিত কুমার৷
advertisement
4/9
যে কোনও বিষয়ে স্নাতক হলেই আবেদন করা যায় বিমানসেবিকার চাকরির জন্য৷ এছাড়া, দ্বাদশ শ্রেণিতে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে৷
advertisement
5/9
কিন্তু, এয়ার হোস্টেস হতে গেলে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই হয় না, পাশাপাশি, তাঁর নিজের মাতৃভাষা, হিন্দি এবং ইংরাজি ভাষা ঝরঝরে ভাবে বলার দক্ষতা থাকতে হবে৷ এছাড়া, একাধিক বিদেশি ভাষা জানা থাকলে সুযোগ আরও বেশি৷
advertisement
6/9
এয়ার হোস্টেস হওয়ার জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাই নয়, পাশাপাশি দৈহিক গঠন, ওজন ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বিশেষজ্ঞরা বলছেন এয়ার হোস্টেস হতে গেলে একজন নারীর উচ্চতা হতে হবে ৫.৫ ফুট। আর উচ্চতা ৫.৫ ফুট হলে তার দৈহিক ওজন হতে হবে ৫৫ থেকে ৬০ কেজির মধ্যে।
advertisement
7/9
যাঁরা এয়ার হোস্টেসের চাকরির জন্য আবেদন করতে চান, তাঁদের নিজেদের চ্বক এবং চুল সম্পর্কেও সচেতন থাকতে হবে৷ খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, পোশাক পরিচ্ছদের উপরেও গুরুত্ব আরোপ করা প্রয়োজন৷
advertisement
8/9
এয়ার হোস্টেস হিসেবে নিজের কেরিয়ারে প্রতিষ্ঠিত হতে চাইলে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর যে কোনো প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদের এয়ার হোস্টেস কোর্স করে নেওয়া যেতে পারে।
advertisement
9/9
https://www.glassdoor.co.in/ - দেওয়া ২০২৪ সালের ২১ জানুয়ারির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে বিমানসেবিকা অর্থাৎ, এয়ার হোস্টেসদের মাসিক বেতন ৪০, ৬৭১- ২,০৯,২৭৩ পর্যন্ত হতে পারে৷ ভারতে বিমান সেবিকাদের গড় আয় ১, ১৬,০০ টাকা৷
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Air Hostess Salary: একজন বিমানসেবিকার ১ মাসের স্যালারি কত জানেন? উচ্চ মাধ্যমিকে ৫৫% থাকলেই মেলে সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল