TRENDING:

Siliguri News: হাজার‌ও যুবকের ভিড়ে মুখর সেলেসিয়ান কলেজ, উত্তরবঙ্গের বৃহত্তম জব ফেয়ার শিলিগুড়িতে

Last Updated:
শিলিগুড়ি সেলেসিয়ান কলেজে বহুল প্রতীক্ষিত Rozgar Mela 2.0 শুরু হলো শনিবার। ১৫ এবং ১৬ ই নভেম্বর দুদিন ব্যাপী চলবে এই Rozgar Mela 2.0। শনিবার সকাল থেকেই ডন বস্কো কলোনির সেলেসিয়ান কলেজ প্রাঙ্গণে উপচে পড়া ভিড়—হাজার হাজার চাকরিপ্রার্থী সুযোগের সন্ধানে উপস্থিত হন এখানে। যুবসমাজের উদ্যম, আত্মবিশ্বাস ও কর্মসংস্থানের প্রত্যাশায় জমজমাট হয়ে ওঠে গোটা ক্যাম্পাস।
advertisement
1/6
হাজার‌ও যুবকের ভিড়ে মুখর সেলেসিয়ান কলেজ, উত্তরবঙ্গের বৃহত্তম জব ফেয়ার শিলিগুড়িতে
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়ি সেলেসিয়ান কলেজে বহুল প্রতীক্ষিত Rozgar Mela 2.0 শুরু হলো শনিবার। ১৫ এবং ১৬ ই নভেম্বর দুদিন ব্যাপী চলবে এই Rozgar Mela 2.0। শনিবার সকাল থেকেই ডন বস্কো কলোনির সেলেসিয়ান কলেজ প্রাঙ্গণে উপচে পড়া ভিড়—হাজার হাজার চাকরিপ্রার্থী সুযোগের সন্ধানে উপস্থিত হন এখানে। যুবসমাজের উদ্যম, আত্মবিশ্বাস ও কর্মসংস্থানের প্রত্যাশায় জমজমাট হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে এদিন বহু ছাত্র-যুবক ইন্টারভিউ, রেজিস্ট্রেশন ও কাউন্সেলিংয়ে অংশ নেন। “A platform where talent meets opportunity”—এই মেলাটির মূল ভাবনাকে বাস্তবে রূপ দিতে আজকের দিনটি হয়ে উঠল বিশেষ।
advertisement
2/6
প্রধানমন্ত্রী রোজগার মেলা ২.০ শিলিগুড়িতে আয়োজন করেন রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন বিদেশ সচিব শ্রী হর্ষ ভি শ্রীঙ্গলা। আজকের এই বৃহৎ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রী শমীক ভট্টাচার্য, জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায় এবং মাটিগাড়া–নকশালবাড়ির বিধায়ক শ্রী আনন্দময় বর্মনের। একই সঙ্গে মেলার প্রথম দিনে ছিলেন RSS প্রমুখ শ্রী রাম লাল এবং সমাপনী দিনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি.ভি. আনন্দ বোস। তাঁদের উপস্থিতিতে চাকরি মেলাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
দু’দিনের এই রোজগার মেলায় অংশ গ্রহণ করবে ৬০টিরও বেশি নামী সংস্থা, যেখানে বিভিন্ন সেক্টরে—হসপিটালিটি, ট্যুরিজম, আইটি, ব্যাংকিং, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, রিটেল, হেলথকেয়ার এবং নার্সিং—মোট ১০,০০০-এরও বেশি চাকরির সুযোগ মেলে। উত্তরবঙ্গের চাকরি সন্ধানী যুব সমাজ এই মেলাকে এক বিরল সুযোগ হিসেবে দেখেছে। অনেকেই আজই সম্ভাব্য চাকরির প্রস্তাব পেয়েছেন বলে জানান।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
সকাল ৯টায় শুরু হয় মূল অনুষ্ঠান। সকাল থেকেই মানুষের ঢল চোখে পড়ার মত ছিল। বিভিন্ন জেলার ছেলেমেয়েরা সারিবদ্ধভাবে নিজের ডকুমেন্ট নিয়ে অংশ নেন নিয়োগ প্রক্রিয়ায়। প্রত্যাশা, আশা, উদ্যম—সব মিলিয়ে আজকের দিনটি তরুণ প্রজন্মের কাছে হয়ে ওঠে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
রোজগার মেলা ২.০ শুধু চাকরির মেলা নয়, বরং উত্তরবঙ্গের যুবসমাজকে ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়ার একটি বড় পদক্ষেপ। সমাজকে কর্মক্ষম ও শক্তিশালী করতে এই ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম—এমনটাই মত আয়োজকদের। সঠিক প্ল্যাটফর্মে সঠিক প্রতিভাকে তুলে ধরাই এই মেলার প্রধান উদ্দেশ্য।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
বৃহৎ পরিসরের এই অনুষ্ঠানটির আয়োজক ছিল Darjeeling Welfare Society। জ্ঞান সহযোগী হিসেবে ছিল THSC, প্রযুক্তিগত সহযোগী CIEL, এবং স্থানীয় সহযোগী Salesian College। কর্মসংস্থান ও দক্ষতাকে কেন্দ্র করে এই মেলা ভবিষ্যতে আরও বড় আকারে আয়োজিত হবে বলে ইঙ্গিত দেন কর্তৃপক্ষ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Siliguri News: হাজার‌ও যুবকের ভিড়ে মুখর সেলেসিয়ান কলেজ, উত্তরবঙ্গের বৃহত্তম জব ফেয়ার শিলিগুড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল