TRENDING:

Engineering: ইঞ্জিনিয়ারিং পড়বেন, কিন্ত কী নিয়ে? এই ৩ ইঞ্জিনিয়ারিং কোর্সই সেরা! দেশ থেকে বিদেশ, চাকরির চাহিদা প্রচুর

Last Updated:
Engineering: প্রচুর পড়ুরাই বর্তমানে বেছে নেন ইঞ্জিনিয়ারিং৷ কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়বেন কী নিয়ে? কোন বিভাগের ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে সহজে পাওয়া যাবে চাকরি?
advertisement
1/8
ইঞ্জিনিয়ারিং পড়বেন, কিন্ত কী নিয়ে? এই ৩ ইঞ্জিনিয়ারিং কোর্সই সেরা! চাকরির প্রচুর চাহিদা
ক্লাস ১২-এর পর কী নিয়ে পড়াশোনা করা হবে সঠিক সিদ্ধান্ত৷ বেশিরভাগ পড়ুয়ার মনেই থাকে এই চিন্তা৷ ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করলে ভাল চাকরি পাওয়া হবে সহজ? এ প্রশ্ন ঘুরতে থাকে বাবা মায়ের মনেও৷
advertisement
2/8
প্রচুর পড়ুরাই বর্তমানে বেছে নেন ইঞ্জিনিয়ারিং৷ কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়বেন কী নিয়ে? কোন বিভাগের ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে সহজে পাওয়া যাবে চাকরি?
advertisement
3/8
এই প্রতিবেদনে ৩ টি এমন সেরা কোর্সের সন্ধান, যেগুলি নিয়ে পড়াশোনা করলে চাকরি পাওয়া হবে খুব সহজ৷ পাশাপাশি এই কোর্সগুলি পড়ে পাওয়া চাকরির বেতনও বিরাট অঙ্কের৷
advertisement
4/8
এই ৩টি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়া খুব সহজ নয়৷ তবে এই কোর্সের চাহিদা প্রচুর৷ খুলে যাবে চাকরির প্রচুর অপশন৷ কিন্তু এই কোর্সগুলি এখনও খুব বেশি জনপ্রিয় নয়৷ তাই অনেকেই জানেন না এগুলি সম্পর্কে৷ ফলে কঠিন হলেও সুযোগ পাওয়া সহজও হয়ে যায় এই কারণে৷
advertisement
5/8
Biomedical Engineering: ১২তম শ্রেণীর পর B.Tech না করতে চাইলে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং করার কথা ভাবতে পারেন। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত এই কোর্সে ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন হয়।
advertisement
6/8
কৃত্রিম অঙ্গ এবং মেডিকেল যন্ত্রপাতির উন্নয়ন সম্পর্কে পড়ানো হয়। ছাত্ররা জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং কোডিং সম্পর্কে বোঝে। এই কোর্সের অনেক চাহিদা রয়েছে এবং লক্ষ লক্ষ টাকায় বেতন পেতে পারেন।
advertisement
7/8
Nuclear Engineering: উচ্চ স্তরের নির্ভুলতা এবং দায়িত্বের চাহিদা থাকা পারমাণবিক ইঞ্জিনিয়ারিং কোর্স। এই ক্ষেত্রে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ডিজাইন, বিকিরণ সুরক্ষা এবং রিঅ্যাক্টর পদার্থবিজ্ঞান মতো সংবেদনশীল বিষয় সম্পর্কে পড়ানো হয়। এই কোর্স কঠিন কিন্তু এর চাহিদা অনেক। এতে বেতনও লক্ষ লক্ষ টাকায় হতে পারে।
advertisement
8/8
Aerospace Engineering: এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং করার কথাও ভাবতে পারেন। ১২তম শ্রেণীর পর এই কোর্সও করা যেতে পারে। তবে, এটি একটি চ্যালেঞ্জিং ক্ষেত্র হিসেবে বিবেচিত হয় কিন্তু বেতনের ক্ষেত্রে ভাল। এতে বিমান, মহাকাশযানের ডিজাইন, নির্মাণ এবং পরীক্ষার সাথে সম্পর্কিত পড়াশোনা করানো হয়। এটি করার পর প্রাথমিক বেতন লক্ষ লক্ষ টাকায় হতে পারে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Engineering: ইঞ্জিনিয়ারিং পড়বেন, কিন্ত কী নিয়ে? এই ৩ ইঞ্জিনিয়ারিং কোর্সই সেরা! দেশ থেকে বিদেশ, চাকরির চাহিদা প্রচুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল