TRENDING:

গভীর রাতে কেঁপে উঠল শহর, ছড়িয়েছে আশঙ্কা

Last Updated:
advertisement
1/5
গভীর রাতে কেঁপে উঠল শহর, ছড়িয়েছে আশঙ্কা
♦ ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। দেশটির তেরনাতে শহরের ১৭৩ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
advertisement
2/5
♦ মার্কিন ভূতাত্ত্বিক জরিপের ওয়েবসাইটে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে মোলুকাস দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৬০ দশমিক ৫ কিলোমিটার। ভূমিকম্পের পরেও বেশ কয়েকবার ৫ মাত্রা এবং এর বেশি পরাঘাত (আফটারশক) আঘাত হেনেছে।
advertisement
3/5
♦ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭ এবং এর গভীরতা ১০ কিলোমিটার বলে জানিয়েছিল। তবে ভূমিকম্প থেকে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
advertisement
4/5
♦ তেরনাতের তল্লাশি ও উদ্ধার সংস্থার কর্মকর্তা সামুদ সেরগি জানিয়েছেন, শহরে ভূমিকম্প অনুভূত হয়নি।
advertisement
5/5
♦ সুলায়েশির উত্তরাঞ্চলীয় তোহোমোনের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনার এক মুখপাত্র জানান, তারা ওই এলাকায় কোন কিছুই অনুভূব করেননি। এছাড়া কোন ক্ষয়ক্ষতি এবং হতাহতেরও খবর পাওয়া যায়নি। তারনাতে শহরে প্রায় দুই লাখ মানুষ বাস করে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
গভীর রাতে কেঁপে উঠল শহর, ছড়িয়েছে আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল