TRENDING:

Maha Shivratri 2023: এই শিবরাত্রিতে রয়েছে মহাযোগ! জানুন কী করলে পাবেন মহাদেবের আশীর্বাদ

Last Updated:
এই বছরের শিবরাত্রির সময় বিশেষ মহাযোগ সৃষ্টি হতে চলেছে৷ এই বছর মহা শিবরাত্রিতে তিনটি মহাগ্রহের মিলন হবে।
advertisement
1/5
এই শিবরাত্রিতে রয়েছে মহাযোগ! জানুন কী করলে পাবেন মহাদেবের আশীর্বাদ
কোচবিহার: শিব শব্দটির উল্লেখ বেদে আছে তবে তা রুদ্রের বিশেষণে। পৌরাণিক শিব এবং বৈদিক রুদ্র দুজনেই অভিন্ন। শ্রী বিষ্ণুর অবতার তত্ত্বের তিনটি স্তর দেখতে পাওয়া যায়। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তি। সত্ত্ব বিষ্ণু, রজ ব্রহ্মা এবং তম রুদ্র। বিষ্ণু হলেন পালন কর্তা ,ব্রহ্মা সৃষ্টিকর্তা এবং রুদ্র হলেন প্রলয় কর্তা। পরবর্তীতে এই রুদ্রই শিবে পরিণত হন।
advertisement
2/5
শিব পুজো মূর্তি এবং লিঙ্গ দু'রকম ভাবেই করা হয়। শিব লিঙ্গের গঠন প্রণালী সহজ হওয়ায় মূর্তি তৈরী থেকে লিঙ্গ পুজোয় আমরা বেশি আগ্রহী। মাটি দিয়ে অতি সহজে অল্প সময়ে এ প্রতীক তৈরি করা যায় এবং পূজা শেষে বিসর্জনও দেয়া যায়। 
advertisement
3/5
লিঙ্গ শব্দের একটি অর্থ হলো সূক্ষ্ম দেহ। এই দেহটিতে যুক্ত আছে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, ৫টি কর্মেন্দ্রিয় এবং ৫ টি প্রাণ অপান বায়ু, মন ও বুদ্ধি-মোট ১৭ টি অবয়ব যুক্ত দেহ। সকল সৃষ্টিরই সূক্ষ্ম শরীর আছে। প্রত্যেক দেব-দেবীর বা সৃষ্টির এরূপ সূক্ষ্ম দেহ আছে। পুজোর সময় সেই দেহের আহ্ববান করা হয়ে থাকে ঘটে, পটে(ছবিতে) কিংবা মূর্তিতে। 
advertisement
4/5
সনাতন ধর্মে মহা শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে সকল হিন্দুদের কাছে। হিন্দুশাস্ত্র মতে এই দিনে বিয়ে হয়েছিল শিব এবং পার্বতীর৷ প্রতিমাসে শিবরাত্রির তিথি থাকলেও, ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহা শিবরাত্রি নামে পরিচিত সকলের হিন্দুদের কাছে। এই সময়ে চার প্রহরে শিবের পুজো করলে দুঃখ, কষ্ট, সংকট দূর হয় এমনটাই ধারণা।
advertisement
5/5
এই বছরের শিবরাত্রির সময় বিশেষ মহাযোগ সৃষ্টি হতে চলেছে৷ এই বছর মহা শিবরাত্রিতে তিনটি মহাগ্রহের মিলন হবে। শনি প্রদোষ ব্রতের দিন পালিত হচ্ছে এবার শিবরাত্রি। আবার এই দিনেই তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ। এই রাত্রিতে লকক্ষ্যাধিক নারী পুরুষ শিবের মাথায় দুধ ,ডাবের জল ঢেলে এবং ফুল ও বেলপাতা দিয়ে শিবের পুজো করবেন। Input-  Sarthak Pandit
বাংলা খবর/ছবি/কোচবিহার/
Maha Shivratri 2023: এই শিবরাত্রিতে রয়েছে মহাযোগ! জানুন কী করলে পাবেন মহাদেবের আশীর্বাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল