Viral Rakhi: রাখি বন্ধনে স্কুল ছাত্রীর বিশেষ চমক! চন্দ্রযান-৩ নিয়ে তৈরি হল রাখি
- Reported by:SARTHAK PANDIT
- hyperlocal
Last Updated:
প্রথম রাখিটি চন্দ্রযান-৩ নিয়ে, দ্বিতীয় রাখি বিক্রম নিয়ে এবং তৃতীয় রাখি সবুজায়নের উদ্দেশ্যে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই বার্তা নিয়ে তৈরি করা হয়েছে।
advertisement
1/5

২০২৩ সালে ভারতের বড় পাওনা চন্দ্রযান-৩ এর মাধ্যমে চন্দ্র অভিযান এবং চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ। ভারতের এই সফলতাকে রাখির মাধ্যমে ফুটিয়ে তোলার ক্ষুদ্র প্রচেষ্টা করেছেন এক স্কুল ছাত্রী পিংকি রায়। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
2/5
এই তিনটি রাখি তিন আলাদা রকমের রাখি। যার মধ্যে প্রথম রাখিটি চন্দ্রযান-৩ নিয়ে, দ্বিতীয় রাখি বিক্রম নিয়ে এবং তৃতীয় রাখি সবুজায়নের উদ্দেশ্যে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই বার্তা নিয়ে তৈরি করা হয়েছে। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
3/5
প্রথম দুইটি রাখির ম্যাপ মোট তিন ফুট। এবং বৃক্ষরোপণ সম্পর্কিত সচেতনতামূলক রাখি কিছুটা ছোট মাপের। রাখি বন্ধন উৎসবের দিন এই রাখি গুলির তিনি তুলে দেবেন কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
4/5
স্কুল ছাত্রী পিংকি রায় জানান, "প্রতিবছর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সাধারণ মানুষদের রাখি পরিয়ে উৎসব পালন করেন। কিন্তু, এই বছর বিশেষ আকর্ষণ থাকছে চন্দ্রযান-৩ কে নিয়ে তৈরি করা রাখি। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
5/5
কাগজ, আঠা, কার্ড বোর্ডের টুকরো, সুতো এবং বিভিন্ন ছবি দিয়ে তৈরি করা হয়েছে এই তিনটি রাখি। বেশ কয়েকদিনের প্রচেষ্টায় এই রাখি তিনটি বানিয়ে কোচবিহারের মানুষকে রীতিমত অবাক করেছে এই স্কুল ছাত্রী। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)