TRENDING:

Cooch Behar Tourism: পর্যটকদের নয়া আকর্ষণ কোচবিহারে রাজ আমলের পার্কে নতুন মিউজিয়াম, দেখুন অ্যালবাম

Last Updated:
কোচবিহারের নরেন্দ্র নারায়ণ পার্কের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ। এই পার্ক কোচবিহার পুরসভার হাতে স্থাপিত হয় ১৮৯৪ সালে
advertisement
1/6
পর্যটকদের নয়া আকর্ষণ কোচবিহারে রাজ আমলের পার্কে নতুন মিউজিয়াম, দেখুন অ্যালবাম
কোচবিহার জেলার বেশীরভাগ স্থানের ইতিহাসের মতোই কোচবিহারের নরেন্দ্র নারায়ণ পার্কের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ। এই পার্ক কোচবিহার পুরসভার হাতে স্থাপিত হয় ১৮৯৪ সালে Story and Pic: Sarthak Pandit।
advertisement
2/6
উদ্যান কানন স্থাপন করার বিষয় নিয়ে পরিকল্পনা শুরু হয়েছিল আরও এক দশক আগে। রাজ আমলের এই পার্কটিকে সাজিয়ে তুলতে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর লন্ডন থেকে পার্ক সাজানোর বিভিন্ন সরঞ্জাম নিয়ে এসেছিলেন। তার মধ্যে বসার আসনটি অন্যতম। এখানে মহারাজ পার্কে আসলেই তাঁর স্ত্রীকে নিয়ে বসতেন।
advertisement
3/6
পার্ক-পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বিদেশ থেকে ঘাস কাটার মেশিনও আনা হয়েছিল। এই মেশিন দিয়ে ঘাস কাটার পর মাটি সমানও করা যেত।
advertisement
4/6
বিদেশী নকশায় বানানো হয়েছিল পার্কে বসার লোহার চেয়ার। এই ডিজাইনের চেয়ার তখনকার সময়ে মূলত বিদেশে দেখা যেত। 
advertisement
5/6
বাগানের গাছে জল দেওয়া এবং মানুষের জলের অসুবিধা মেটাতে বাগানে বসানো হয়েছিল চাপ কল। এই কল বর্তমান সময়ের চাপ কলের চাইতে একদম আলাদা, অনেকটাই উন্নত। গাছের পরিচর্যা করতে ব্যবহৃত হত স্প্রে মেশিন। এই স্প্রে মেশিনের মাধ্যমে গাছের মধ্যে কীটনাশক স্প্রে করা হত।
advertisement
6/6
রাজ আমলের ব্যবহৃত এই সিন্দুকে পার্কের সমস্ত গুরুত্বপূর্ণ নথি এবং টাকা রাখা হত। 
বাংলা খবর/ছবি/কোচবিহার/
Cooch Behar Tourism: পর্যটকদের নয়া আকর্ষণ কোচবিহারে রাজ আমলের পার্কে নতুন মিউজিয়াম, দেখুন অ্যালবাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল