TRENDING:

সাহেবি কেতা-কেক-আলো ঝলমলে রাস্তা-মেরির কোলে যিশু, এক ক্ল‌িকে বড়দিনের পার্কস্ট্রিট

Last Updated:
বড়দিনের পার্কস্ট্রিট টেক্কা দেয় যে কোনও ইউরোপীয় শহরের রাস্তাকে৷ বাজি৷ মেরির কোলে যিশুর সেই ছবি, ভুলিয়ে দেয় সব যন্ত্রণা৷ বিবিধের মাঝে মহান মিলন৷ ছবিটি সৌজন্য: সৃজা ভট্টাচার্য
advertisement
1/6
সাহেবি কেতা-কেক-আলো ঝলমলে রাস্তা-মেরির কোলে যিশু, এক ক্ল‌িকে বড়দিনের পার্কস্ট্রিট
শীতের হিমেল হাওয়া৷ সান্তা ক্লজের লাল টুপি৷ গরম কেকের গন্ধ৷ এবং পার্কস্ট্রিট৷ হ্যাঁ, বাঙালির বড়দিন৷ ২৫ ডিসেম্বর যিশুর প্রকৃত জন্মদিন কিনা, তা নিয়ে বিস্তর আলোচনা রয়েছে৷ বিতর্ক, আলোচনা-- যাই থাকুক, বিশ্বের একটা বড় অংশের মানুষই মানেন, ২৫ ডিসেম্বরই যিশুর জন্মদিন৷ আরেকাংশ বলেন, যিশু ওই দিন আসলে মা মেরির গর্ভে এসেছিলেন৷ জন্মগ্রহণ করেননি৷ ছবিটি তুলেছেন: সৃজা ভট্টাচার্য
advertisement
2/6
বাঙালি সাহেব হওয়ার চেষ্টা৷ তা হোক৷ সাহেবি কেতায় কালে কালে বেশ মানিয়ে নিয়েছে কলকাতা৷ ছবিটি সৌজন্য: সৃজা ভট্টাচার্য
advertisement
3/6
তাই বড়দিন মানেই গন্তব্য পার্কস্ট্রিট৷ একটি রাস্তা৷ আর তাকে ঘিরে এক অন্য সংস্কৃতি৷ এহেন বড়দিনে প্রতি বছরের মতো এ বারও সেজে উঠেছে কলকাতাবাসীর থুড়ি বাঙালির পার্কস্ট্রিট৷ ছবিটি সৌজন্য: সৃজা ভট্টাচার্য
advertisement
4/6
গাছগুলির আলোও জানান, দিচ্ছে, যিশু এসেছে৷ উত্‍‌সবে মাতো বাঙালি৷ মোহময় এক রাস্তা৷ মানুষ শুধু হাঁটছে৷ সব সম্প্রদায়ের৷ জাতি নির্বিশেষে৷ ছবিটি সৌজন্য: সৃজা ভট্টাচার্য
advertisement
5/6
দেখুন, মেরির কোলে যখন জন্ম নিলেন যিশু৷ অপূর্ব শৈল্পিক ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে সেই স্বর্গীয় অনুভূতি৷ ছবিটি সৌজন্য: সৃজা ভট্টাচার্য
advertisement
6/6
সন্ধ্যার পার্কস্ট্রিটে অনুষ্ঠানও চলছে বেশ৷ সকাল থেকেই মানুষের ঢল৷ সন্ধের পার্কস্ট্রিট তো আরও মায়াবী৷ আলোর রোশনাই, সাহেবি কেতার সে এক অদ্ভ‌ুত মিশেল৷ মন ভালো করা৷ শীত উদযাপনের রসদ৷ ছবিটি সৌজন্য: সৃজা ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/কলকাতা/
সাহেবি কেতা-কেক-আলো ঝলমলে রাস্তা-মেরির কোলে যিশু, এক ক্ল‌িকে বড়দিনের পার্কস্ট্রিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল