Writing on Bank Notes: ৫০, ১০০ টাকার নোটের উপর ভর্তি লেখা! আদৌ ব্যাঙ্ক ফেরত নেবে তো? জানুন নিয়ম
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Writing on Bank Notes: এই নোটগুলি ফের ব্যবহার করতে গিয়ে সমস্যা হবে কিনা এই প্রশ্ন অনেকের মধ্যেই ঘোরাফেরা করে
advertisement
1/10

মাঝে মধ্যে আমাদের হাতে বেশ কিছু নোট আসে। সেই নোটের উপরে পেনের কালি দিয়ে অনেক কিছু লেখা থাকে। বিভিন্ন নোটে নানারকম লেখা থাকে। (প্রতীকী ছবি)
advertisement
2/10
কিন্তু এই নোটগুলো নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। বিশেষ করে, এই নোটগুলি ফের ব্যবহার করতে গিয়ে সমস্যা হবে কিনা এই প্রশ্ন অনেকের মধ্যেই ঘোরাফেরা করে।(প্রতীকী ছবি)
advertisement
3/10
কিন্তু এ বিষয়ে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল আরবিআই। নোটের উপর লেখা থাকলে কী করতে হবে তা জানিয়ে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। (প্রতীকী ছবি)
advertisement
4/10
পিআইবি ফ্যাক্ট চেক-এ এ বিষয়ে আগে পুরো সত্যতা জানিয়েছিল। এতে বলা হয়েছে, আপনি যদি ৫০০, ২০০, ১০০, ৫০, ২০ টাকার নোটে কিছু লেখা পান, তার পরেও এটি সম্পূর্ণ বৈধ থাকবে।(প্রতীকী ছবি)
advertisement
5/10
কোনও দোকানদার বা গ্রাহক এই ধরনের নোট নিতে একেবারে অস্বীকার করতে পারে না, কারণ নোটটি আরবিআই-এর নিয়ম অনুসারে লেখা থাকা সত্ত্বেও সম্পূর্ণ বৈধ বলে বিবেচিত হয় এমন নোটগুলি।(প্রতীকী ছবি)
advertisement
6/10
তবে সেই সঙ্গে আরবিআই গ্রাহকদের নোটের উপর কিছু না লেখার জন্যও পরামর্শ আগেই দিয়েছিল। কারণ এতে নোটের কার্যক্ষমতা কমে যায় অর্থাৎ নোটটি দুর্বল হয়ে যেতে পারে।(প্রতীকী ছবি)
advertisement
7/10
কোনও নোট বিকৃত বা নোংরা হলে, তা ব্যাঙ্কে গিয়ে বিনিময় করতে হবে। এই সুবিধা ২০২০ সালে ১লা জুলাই থেকে শুরু হয়েছে।(প্রতীকী ছবি)
advertisement
8/10
কোনও নোট বিকৃত বা নোংরা হলে, তা ব্যাঙ্কে গিয়ে বিনিময় করতে হবে। এই সুবিধা ২০২০ সালে ১লা জুলাই থেকে শুরু হয়েছে।(প্রতীকী ছবি)
advertisement
9/10
পুরানো ও বিকৃত নোটের পরিবর্তে ব্যাঙ্কগুলো গ্রাহককে নতুন নোট দেয়। আপনি চাইলে স্থানীয় ব্যাঙ্কে গিয়ে নোট পরিবর্তন করতে পারেন।(প্রতীকী ছবি)
advertisement
10/10
এই সুবিধা NBFC এবং Small Finance ব্যাঙ্কগুলিতেও পাওয়া যায়, তবে এই ব্যাঙ্কগুলিতে এই সুবিধা প্রদান করা বাধ্যতামূলক নয়।(প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Writing on Bank Notes: ৫০, ১০০ টাকার নোটের উপর ভর্তি লেখা! আদৌ ব্যাঙ্ক ফেরত নেবে তো? জানুন নিয়ম