TRENDING:

Edible Oil News: বাজারে কমবে কি ভোজ্য তেলের দাম! আশার আলো দেখাচ্ছে কেন্দ্রের শুল্ক নীতি

Last Updated:
আগামী ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত জারি থাকবে এই ন্যূনতম আমদানি শুল্কের হার।
advertisement
1/8
বাজারে কমবে কি ভোজ্য তেলের দাম! আশার আলো দেখাচ্ছে কেন্দ্রের শুল্ক নীতি
মুদ্রাস্ফীতি আর দ্রব্যমূল্য বৃদ্ধির দাপটে গত দু’তিন বছর ধরেই হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। আনাজ থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী— সবকিছুর দামই বেড়েছে হু হু করে। সেই আবহে এবার ভোজ্য তেলের দাম কমানোর ইঙ্গিত দিল কেন্দ্রীয় সরকার।
advertisement
2/8
ভোজ্যতেলের উপর ন্যূনতম আমদানি শুল্ক অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে। এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। আগামী ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত জারি থাকবে এই ন্যূনতম আমদানি শুল্কের হার।
advertisement
3/8
বর্তমানে অপরিশোধিত পাম তেলের উপর ৭.৫ শতাংশ আমদানি শুল্ক নেওয়া হয় ভারতে। একই ভাবে এখন অপরিশোধিত সূর্যমুখী বীজ তেলের উপর ৫ শতাংশ আমদানি শুল্ক জারি রয়েছে। মাস ছয়েক আগে ভোজ্যতেলের উপর আমদানি শুল্ক কমানোর পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল। সেই বার সরকারে তরফে পরিশোধিত সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের উপর মূল আমদানি শুল্ক ১৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১২.৫ শতাংশ ​​করা হয়েছে।
advertisement
4/8
ভারতের এক প্রথম সারির ভোজ্যতেল প্রস্তুতকারী সংস্থার কর্ণধার সন্দীপ বেজোরিয়া বলেন, আমদানি শুল্ক কমার ফলে বাজারে ভোজ্য তেলের দাম কমতে থাকবে। ভোজ্য তেলের দাম গত দশ বছরের তুলনায় সর্বনিম্ন হতে চলেছে।
advertisement
5/8
সিদ্ধান্তের পিছনে কারণ—সারা বিশ্বে উদ্ভিজ্জ তেলের বৃহত্তম ক্রেতা ভারত। এদেশে ভোজ্য তেলের যা চাহিদা তা পূরণ করতে প্রায় ৬০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়।
advertisement
6/8
এই কারণেই আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার সরাসরি প্রভাব পড়ে দেশীয় বাজারে ভোজ্য তেলের দামের উপর। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ করতে চাইছে।
advertisement
7/8
হিসেব বলছে, ভারত প্রতি বছর প্রায় ১৪ মেট্রিক টন তেল আমদানি করে। এর মধ্যে অপরিশোধিত তেল ৭৫ শতাংশ এবং পরিশোধিত তেলের অংশ ২৫ শতাংশ। ভারতে সারা বছরে খরচ হয় প্রায় ২৪ মেট্রিকটন ভোজ্য তেল।
advertisement
8/8
২০২৩ সালের অক্টোবরে শেষ হওয়া তৈল বছরে ভারতের উদ্ভিজ্জ তেল আমদানি বৃদ্ধি পেয়েছে ১৬ শতাংশ। অর্থাৎ এখন তা দাঁড়িয়েছে ১৬৭.১ লক্ষ টন। শিল্প সংস্থা সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এসইএ) জানিয়েছে, কিছু কিছু ভোজ্য তেলের উপর শুল্কের হার কম থাকায়, সেই তেলগুলির আমদানি বেড়েছে। ২০২১-২২ তৈল বছরে (নভেম্বর-অক্টোবর) ভারত ১৪৪.১ লক্ষ টন ভোজ্য তেল আমদানি করেছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Edible Oil News: বাজারে কমবে কি ভোজ্য তেলের দাম! আশার আলো দেখাচ্ছে কেন্দ্রের শুল্ক নীতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল