Value Of 1 Crore Rupees: ১০, ২০ এবং ৩০ বছর পর এক কোটি টাকার মূল্য কত হবে ? জানলে চমকে যাবেন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Value Of 1 Crore Rupees: প্রতি বছর মুদ্রাস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পাল্লা দিয়ে কমছে টাকার মূল্য। ফলে আজকে যা “অনেক টাকা” মনে হচ্ছে তা ভবিষ্যতে বা অবসর পরবর্তী প্রয়োজন মেটাতে যথেষ্ট নাও হতে পারে।
advertisement
1/6

আজকের দিনে এককোটি টাকা মানে অনেক টাকা। হাতে থাকলে অনায়াসে নতুন বাড়ি, সন্তানের শিক্ষা বা বিয়ের খরচ মেটানো যায়। কিন্তু আজ থেকে ১০, ২০ বা ৩০ বছর পর কি এক কোটি টাকা দিয়ে এই সব কাজ সহজে করা যাবে?
advertisement
2/6
প্রতি বছর মুদ্রাস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পাল্লা দিয়ে কমছে টাকার মূল্য। ফলে আজকে যা “অনেক টাকা” মনে হচ্ছে তা ভবিষ্যতে বা অবসর পরবর্তী প্রয়োজন মেটাতে যথেষ্ট নাও হতে পারে। মুল্যস্ফীতির কারণেই আজকের এক কোটি টাকার মূল্য ১০, ২০ বা ৩০ বছর পর কমে যাবে।
advertisement
3/6
ধরে নেওয়া যাক, আজ একটা গাড়ির দাম ১০ লাখ টাকা। আগামী ১৫ বছরে এই দাম আরও বাড়বে। কারণ আজ থেকে দশ বা পনেরো বছর আগে ভাড়াবাড়ি বা মুদিখানার খরচ যা ছিল, আজ আর তা নেই। অনেক বেড়েছে। একইভাবে গাড়ি, মুদিখানা বা বাড়ি ভাড়া নয়, সব কিছুর খরচই বাড়বে। কারণ মুল্যস্ফীতি। যত দিন যাবে টাকার মূল্য কমবে। সুতরাং আজকের ১ কোটি টাকা দিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত করা যাবে না।
advertisement
4/6
এখন প্রশ্ন হল, ১০, ২০ বা ৩০ বছর পর এক কোটি টাকার মূল্য কত দাঁড়াবে? মূল্যস্ফীতির হার ৬ শতাংশ ধরে নিলে দশ বছর পর ১ কোটি টাকার মূল্য কমে ৫৫.৮৪ লক্ষ টাকা হবে। দীর্ঘমেয়াদি সঞ্চয় এবং বিনিয়োগের উপর এভাবেই মুল্যস্ফীতি প্রভাব ফেলে।
advertisement
5/6
একইভাবে ৬ শতাংশ মূল্যস্ফীতি ধরে নিলে আগামী ২০ বছর পর ১ কোটি টাকার মূল্য দাঁড়াবে ৩১.১৮ লাখ টাকা। এবং ৩০ বছর পর আজকের ১ কোটি টাকার মূল্য হবে ১৭.৪১ লাখ টাকা।
advertisement
6/6
এই কারণেই আর্থিক বিশেষজ্ঞরা বলেন, অবসর পরিকল্পনায় মাঝারি থেকে দীর্ঘমেয়াদে টাকার মূল্যের পতন সম্পর্কে সচেতন থাকতে হবে। বর্তমানের ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে আর্থিক পরিকল্পনা করেন অনেকেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে টাকার মূল্য যে কমবে সেটা মাথায় থাকে না। খেয়াল রাখতে হবে, কোনও বিনিয়োগ যদি ৬ শতাংশ রিটার্ন দেয়, তাহলে লাভ কিছুই হচ্ছে না। কারণ লাভের গুড় খেয়ে নেবে মূল্যস্ফীতি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Value Of 1 Crore Rupees: ১০, ২০ এবং ৩০ বছর পর এক কোটি টাকার মূল্য কত হবে ? জানলে চমকে যাবেন