TRENDING:

লন্ডনে একটা ফোন কল করার মতো টাকা ছিল না রতন টাটার হাতে, তারপর যা ঘটল…! চমকে গিয়েছিলেন অমিতাভ বচ্চনও

Last Updated:
কেবিসি ১৬-র প্রোমো ভিডিও-য় অমিতাভকে বলতে শোনা গিয়েছে যে, “কী দারুণ মানুষ ছিলেন উনি। আমি সেটা বলতে পারব না! সত্যিই খুবই সরল-সাধারণ ছিলেন মানুষটা!”
advertisement
1/6
লন্ডনে একটা ফোন কল করার মতো টাকা ছিল না রতন টাটার হাতে, তারপর যা ঘটল…
সম্প্রতি প্রয়াত হয়েছেন রতন টাটা। আর তাঁর সঙ্গে কাটানো কিছু মুহূর্তের কথা ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-র মঞ্চে ভাগ করে নিলেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন। তিনি বলেন যে, একবার বিনা দ্বিধায় তাঁর কাছ থেকে টাকা চেয়েছিলেন রতন টাটা। আর রতন টাটার এহেন সারল্যে যারপরনাই মুগ্ধ হয়েছিলেন বলিউড সুপারস্টার। সেই গল্পটাই তিনি তুলে ধরেছেন বোমান ইরানি এবং ফারাহ খানের সামনে।
advertisement
2/6
গত ৯ অক্টোবর, ২০২৪ তারিখে প্রয়াত হয়েছেন রতন টাটা। মৃত্যুর কালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। কেবিসি ১৬-র প্রোমো ভিডিও-য় অমিতাভকে বলতে শোনা গিয়েছে যে, “কী দারুণ মানুষ ছিলেন উনি। আমি সেটা বলতে পারব না! সত্যিই খুবই সরল-সাধারণ ছিলেন মানুষটা!”
advertisement
3/6
আসলে লন্ডনে রতন টাটার সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন বলিউডের শাহেনশাহ। অমিতাভের বক্তব্য, প্রত্যেকটা পরিস্থিতিতে রতন টাটার ব্যক্তিত্বের প্রতিফলন ঘটত। অমিতাভ বলেন যে, “একবার আমরা একই উড়ানে ছিলাম। আমরা পৌঁছেছিলাম হিথরো বিমানবন্দরে। যাঁরা তাঁকে নিতে এসেছিলেন, তাঁদের সেখানে দেখা যাচ্ছিল না। অন্য কোথাও ছিলেন হয়তো। আমিও বাইরে দাঁড়িয়েছিলাম। আমি ওঁকে দাঁড়িয়ে থাকতে দেখে একটি ফোন বুথে গিয়েছিলাম কল করার জন্য।”
advertisement
4/6
এরপরে যা ঘটেছিল, তা হয়তো কখনওই ভুলতে পারবেন না বলে জানিয়েছেন খোদ অভিনেতা। অমিতাভ বচ্চন বলে চলেন যে, “কিছু সময় পরে উনি আমার কাছে আসেন। আর বলেন, আমি কি তোমার থেকে কিছু টাকা ধার হিসেবে পেতে পারি? কারণ একটা ফোন কল করার টাকা আমার কাছে এখন নেই।”
advertisement
5/6
দেশের এত বড় ব্যবসায়ীর এহেন সারল্য দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন অমিতাভ। শুধু অমিতাভের উপরেই নয়, দেশের বহু মানুষের জীবনেই গভীর প্রভাব ফেলেছেন রতন টাটা। তাঁর নম্র আচরণের কথা ব্যবসায়িক জগতের বাইরের মানুষেরও অজানা নয়। বরং তা ব্যবসায়িক দুনিয়াকে ছাড়িয়ে ব্যক্তিগত সম্পর্কেও প্রতিফলিত হয়েছে। প্রায় ২ দশক ধরে তিনি টাটা গ্রুপকে নেতৃত্ব দিয়েছেন।
advertisement
6/6
তিনি নিজে এমন একটি ধারা তৈরি করেছেন, যা লবণ থেকে সফটওয়্যার প্রতিটি ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলেছে। ফলে স্বাভাবিক ভাবেই রতন টাটার প্রয়াণের খবরে শোকাহত হয়েছেন গোটা দেশের মানুষ। এমনকী, তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বলিউড তারকা-টেলি তারকা থেকে শুরু করে রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদেরাও।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
লন্ডনে একটা ফোন কল করার মতো টাকা ছিল না রতন টাটার হাতে, তারপর যা ঘটল…! চমকে গিয়েছিলেন অমিতাভ বচ্চনও
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল