Cheque | RBI: চেক-এর কোণে কেন টানা হয় ২ টো দাগ? কারণ না জেনেই এতদিন করে আসছি এই কাজ!
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Parallel Lines on cheque: चेक भरते समय बहुत छोटी-छोटी चीजें बड़ा प्रभाव डालती हैं. उदाहरण के लिए चेक में सिग्नेचर करते हुए थोड़ी सी गलती उसे रिजेक्ट करा देती है. चेक को प्रभावित करने वाली इसी तरह की एक और बात है जिसके बारे में कम ही लोग जानते हैं.
advertisement
1/7

চেকের কোণে সমান্তরাল লাইন: চেক ফিল আপ করার সময় খুব ছোট ছোট জিনিসের উপরে খেয়াল রাখতে হয়৷ একটু এদিক ওদিক হলেই গন্ডগোল। উদাহরণস্বরূপ, একটি চেকে সই করার সময়, একটি সামান্য ভুলের জন্য এটি বাতিল হতে পারে। চেক-এ টাকা তোলা, বা ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রেও এমন অনেক ছোটখাটো নিয়ম আছে, যা খুব কম লোকেই জানে। আমরা শুধু যন্ত্রের মতো কাজগুলো করে যাই৷ কিন্তু, ঠিক কী কারণে কোনও কথা লেখা হচ্ছে, বা তাতে আমাদের কী লাভ হচ্ছে, সে সব আমরা কিছুই জানতে চাই না৷
advertisement
2/7
চেক জমা দেওয়ার সময় প্রায়ই আমরা চেক-এর কোণে ২টো দাগ টানি। এমনটা হয়ত আপনি নিজেও করেছেন, বা অন্যকে করতে দেখেছেন৷ কিন্তু, ওই দাগ কেন টানা হয়? সেটা কি জানেন?
advertisement
3/7
এই ছোট্ট ২টো লাইন চেকের উপরে একটি শর্ত আরোপ করে দেয়। অনেক সময় দুটো দাগের মাঝখানে লেখা হয় A/C Payee। (ক্যানভা)
advertisement
4/7
কিন্তু শুধু লাইন আঁকাই যথেষ্ট নয়, তা-ও মানুষ এটা করে একটু নিশ্চিত হওয়ার জন্য। (ক্যানভা)
advertisement
5/7
চেকের উপর এই লাইনগুলি আঁকার অর্থ হল এই টাকা সরাসরি নগদ করা যাবে না। (ক্যানভা)
advertisement
6/7
এই লাইনগুলি দেখার পরে, ব্যাঙ্কের আধিকারিক সরাসরি চেক-এ লেখা অ্যাকাউন্ট নম্বরে চেকে থাকা টাকার অঙ্ক সরাসরি স্থানান্তর করেন। (ক্যানভা)
advertisement
7/7
অনেক চেকে এই লাইন প্রি-প্রিন্ট করা থাকে। সেই সমস্ত চেক-এর মাধ্যমে নগদ টাকা তোলার কোনও সুযোগ থাকে না। (ক্যানভাস)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Cheque | RBI: চেক-এর কোণে কেন টানা হয় ২ টো দাগ? কারণ না জেনেই এতদিন করে আসছি এই কাজ!