Gold Silver Price Today: সোমের পরে মঙ্গলেও পতন সোনা, রুপোর দামে, পাঁচ বছরে রেকর্ড দাম সস্তা রুপোর, সোনার দামও ফিকে মঙ্গলবারে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Gold Silver Price Today: কলকাতায় প্রতি গ্রামে সোনার দামে বিশাল পতন হয়েছে, আগের থেকে আরও সস্তা হয়েছে রুপোও
advertisement
1/16

পাঁচ বছরে সব থেকে বড় খবর, একদিনে সব থেকে বেশি সস্তা হয়েছে রুপোর দাম ৷ গত সেশনে ৯ শতাংশ পড়ার পরে মঙ্গলবারে রুপো ৭১ ডলার প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/16
যেখানে সোনার দাম ৪.৪ শতাংশ পড়ার পরে ৪,৩৪০ ডলারে নজর দেখা গিয়েছে ৷ টেকনিক্যাল ইন্ডিকেটার্স সূত্রে জানতে পারা গিয়েছে ঝড়ের গতিতে সোনা, রুপোর দাম বৃদ্ধি পেয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/16
কম মার্কেট লিক্যুইডিটির পক্ষ থেকে সম্প্রতি জানতে পারা গিয়েছে বেশ কিছু কারণেই সোনা ও রুপোর দাম কমতে শুরু করেছে ৷ সোমবার রুপোর দামে পতন লক্ষ্য করা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/16
১৯৭৯ সালের পরে সোনার সঙ্গে রুপোর উর্ধ্বমুখী পারফরমেন্স দেখতে পাওয়া গিয়েছে ৷ এই দুই দামি ধাতু সব থেকে বেশি কিনে রেখেছে সেন্ট্রাল ব্যাঙ্ক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/16
এক্সচেঞ্জ, ট্রেডেড ফান্ডস বিনিয়োগ ও বিনিয়োগের ক্ষেত্রে ফেডেরাল রিজার্ভের মাধ্যমে লাগাতার সুদের হার কমানো হয়েছে ৷ এই সুদের হার কমানোর ক্ষেত্রে সমর্থনও পাওয়া গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/16
সিঙ্গাপুরে সকাল ০৭.১৫ পর্যন্ত স্পট সিলভার বা রুপোর ০.৫ শতাংশ পর্যন্ত পতন ৷ দেখতে পাওয়া গিয়েছে, যেখানে বিগত সেশনগুলিতে স্পট সিলভার ০.৫ শতাংশ অর্থাৎ ৭১.৭৪ ডলার প্রতি আউন্সে পৌঁছেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/16
যদিও বিগত অধিবেশনে রেকর্ড ৮৪.০১ ডলার প্রতি পৌঁছে গিয়েছে ৷ সোনা ০.১ শতাংশ বেড়ে ৪,৩৩৬.৮৬ পর্যন্ত পৌঁছে গিয়েছে ৷ সোমবার সোনা, রুপো, প্ল্যাটিয়াম, প্ল্যালাডিয়ামের দামে পতন দেখতে পাওয়া গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/16
ব্লুমবার্গ ডলার ও স্পট সূচক বিগত অধিবেশনে প্রায় অপরিবর্তিত ছিল ৷ এবার একনজরে দেখে নেওয়া যাক মঙ্গলবারে রুপোর দাম কী হয়েছে প্রতি গ্রামে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/16
রুপোর ১ গ্রামের দাম ২৪০ টাকা (কমেছে ১৮ টাকা), ৮ গ্রামের দাম ১,৯২০ টাকা (কমেছে ১৪৪ টাকা) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/16
১০ গ্রামের দাম ২,৪০০ টাকা (কমেছে ১৮০ টাকা), ১০০ গ্রামের দাম ২৪,০০০ টাকা (কমেছে ১,৮০০ টাকা), ১,০০০ গ্রাম বা ১ কেজির দাম হয়েছে ২,৪০,০০০ টাকা (কমেছে ১৮,০০০ টাকা) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/16
এবার দেখে নেওয়া যাক কলকাতায় সোনার দাম ১৮, ২২, ২৪ ক্যারাট সোনার ক্ষেত্রে ৷ কী হয়েছে দেখে নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/16
১৮ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ১০,১৯৩ টাকা (কমেছে ২৫১ টাকা), ৮ গ্রামের দাম ৮১,৫৪৪ টাকা (কমেছে ২,০০৮ টাকা), ১০ গ্রামের দাম ১,০১,৯৩০ টাকা (কমেছে ২,৫১০ টাকা) ৷ ১০০ গ্রামের দাম ১০,১৯,৩০০ টাকা (কমেছে ২৫,১০০ টাকা) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/16
২২ ক্যারাট সোনার ক্ষেত্রেও দামে পতন এসেছে, ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ১২,৪৮৫ টাকা (কমেছে ২৮০ টাকা), ৮ গ্রামের দাম ৯৯,৮৮০ টাকা (কমেছে ২,২৪০ টাকা) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/16
১৮, ২২-এর পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামেও কলকাতায় পতন এসেছে ৷ ১ গ্রামের দাম ১৩,৬২০ টাকা (কমেছে ৩০৫ টাকা) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/16
৮ গ্রামের দাম ১,০৮,৯৬০ টাকা (কমেছে ২,৪৪০ টাকা), ১০ গ্রামের দাম ১,৩৬,২০০ টাকা (কমেছে ৩,০৫০ টাকা), ১০০ গ্রামের দাম ১৩,৬২,০০০ টাকা (কমেছে ৩৫,৫০০ টাকা) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/16
<strong>Disclaimer: উপরোক্ত সোনার ও রুপোর দামের সঙ্গে কোনও প্রকারের শুল্ক অর্থাৎ টিসিএস, জিএসটি বা অন্য কিছু ধরা নেই ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Silver Price Today: সোমের পরে মঙ্গলেও পতন সোনা, রুপোর দামে, পাঁচ বছরে রেকর্ড দাম সস্তা রুপোর, সোনার দামও ফিকে মঙ্গলবারে