Rupee || Currency: এত দিন ভুল জানতেন, কাগজ দিয়ে নয়! এই জিনিস দিয়ে তৈরি হয় টাকার নোট...
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এখন অবশ্য ভারতে টাকার ব্যবহার অনেকটাই কমেছে। ভারতীয়রা এখন ইলেক্ট্রনিক মানির উপরে অনেকটাই নির্ভরশীল। PhonePe, GPay এবং Paytm-এর মাধ্যমে পেমেন্ট করা এখন একরকম জলভাত। এমনকি, অন্য কাউকে টাকা পাঠানোও এখন অত্যন্ত সহজ হয়ে গেছে। তাই মানিব্যাগে নগদ রাখার অভ্যেসও চলে গেছে অনেকের।
advertisement
1/6

শাহিদ কপূরের 'ফরজি' দেখে আজকাল বোধহয় আমরা সকলেই হাতে ৫০০-১০০-র নোট নিয়ে ভাবি, এটা নকল নয়ত? নকল নোট তৈরির জন্য বিশেষ একধরনের কাগজ ব্যবহার করেছিল শাহিদরা।
advertisement
2/6
নানা ধরনের কাগজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যখন ঠিকঠাক কাগজ পাচ্ছিলই না, তখন দুটো কাগজ জুড়ে স্যান্ডউইচ নোটও তৈরি করতে দেখা গিয়েছিল শাহিদের চরিত্রকে। কিন্তু, আপনারা কি জানেন, ভারতে নোট তৈরি করতে আদতে কোনও কাগজই ব্যবহার করা হয় না।
advertisement
3/6
এখন অবশ্য ভারতে টাকার ব্যবহার অনেকটাই কমেছে। ভারতীয়রা এখন ইলেক্ট্রনিক মানির উপরে অনেকটাই নির্ভরশীল। PhonePe, GPay এবং Paytm-এর মাধ্যমে পেমেন্ট করা এখন একরকম জলভাত। এমনকি, অন্য কাউকে টাকা পাঠানোও এখন অত্যন্ত সহজ হয়ে গেছে। তাই মানিব্যাগে নগদ রাখার অভ্যেসও চলে গেছে অনেকের।
advertisement
4/6
বর্তমানে ভারতের বাজারে ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ২০০০ টাকার নোট প্রচলিত রয়েছে। তবে, এগুলো তৈরি করতে কিন্তু কোনও কাগজ ব্যবহার করা হয় না। কারণ কাগজ ব্যবহার করলে তা ভিজে যেত এবং নষ্ট হয়ে যেত। এর পাশাপাশি নষ্টও হয়ে যেত দ্রুত।
advertisement
5/6
ভারতীয় নোট তৈরি করা হয় কার্পাস তুলো থেকে। কাগজের চেয়ে তুলোর আয়ু অনেক বেশি। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে স্পষ্টভাবে বলা হয়েছে যে, নোট তৈরিতে ১০০ শতাংশ তুলো ব্যবহার করা হয়। তবে, তুলোর সঙ্গে থাকে আরও একাধিক রাসায়নিক। জানেন কি, সেগুলি কী?
advertisement
6/6
এমনকি, শুধু ভারতেই নয়, অন্যান্য অনেক দেশেও নোট তৈরিতে কাগজ নয়, বরং তুলোই ব্যবহার করা হয়। এই কারণেই এগুলো খুবই পোক্ত। তবে শুধু তুলোই নয়, তুলো ফাইবারের সঙ্গে মেশানো হয় গ্যাটলিন ও এক ধরনের আঠালো দ্রবণ। যাতে নোটগুলি দীর্ঘস্থায়ী হয়। এছাড়া, আসল নোটে এমন অনেক বৈশিষ্ট্য থাকে যার মাধ্যমে তাকে খুব সহজেই জাল নোট থেকে আলাদা করে দেওয়া যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Rupee || Currency: এত দিন ভুল জানতেন, কাগজ দিয়ে নয়! এই জিনিস দিয়ে তৈরি হয় টাকার নোট...