Money Making Tips: ১০ বছরে ১ কোটি টাকা রিটার্ন পেতে চান? এই ভাবে বিনিয়োগ করলেই কেল্লা ফতে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মিউচুয়াল ফান্ড স্কিমে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করাকেই এসআইপি বলে।
advertisement
1/7

বিনিয়োগ এবং পুনঃবিনিয়োগ। এর সঙ্গে যোগ করতে হবে চক্রবৃদ্ধির শক্তি। তাহলেই তরতরিয়ে ছুটবে বিনিয়োগের গাড়ি। কোটি কোটি টাকার মাইলফলক ছোঁয়াও অবাস্তব মনে হবে না।
advertisement
2/7
প্রশ্ন হল, কোন বিনিয়োগ মাধ্যম থেকে এই সব লাভ ঘরে তোলা যাবে? এর একটাই উত্তর। সেটা হল এসআইপি। ১০ শতাংশ বার্ষিক বৃদ্ধির সঙ্গে ১ কোটি তো বটেই, ৫ কোটি এমনকী ১০ কোটি টাকাও রিটার্ন পাওয়া যেতে পারে।
advertisement
3/7
এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মিউচুয়াল ফান্ড স্কিমে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করাকেই এসআইপি বলে। এই সুশৃঙ্খল সঞ্চয়, নির্দিষ্ট বার্ষিক বৃদ্ধির সঙ্গে যোগ হয়ে রিটার্ন হিসেবে ফেরত আসে। ধরা যাক, কেউ প্রতি মাসে ৩০ হাজার টাকার বিনিয়োগ বা এসআইপি করলেন।
advertisement
4/7
এবার প্রতি বছর সেই পরিমাণ ১০ শতাংশ করে বাড়াতে হবে। এই ১০ শতাংশ বাড়ানোর মধ্যেই লুকিয়ে আছে সব রহস্য। ফান্ডসইন্ডিয়া-র ওয়েলথ কনভার্সেশন ২০২৩-এর রিপোর্ট অনুযায়ী, এভাবে বিনিয়োগ করলে ১০ বছরে ১ কোটি, ১৯ বছরের কম সময়ে ৫ কোটি এবং ২৩ বছর ৫ মাসে ১০ কোটি টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারী।
advertisement
5/7
রিপোর্টে বলা হয়েছে, কেউ যদি ৫০ হাজার টাকার মাসিক বিনিয়োগ শুরু করেন এবং বার্ষিক ১০ শতাংশ বৃদ্ধি অব্যাহত রাখেন তাহলে এই সময়সীমা আরও কমে যাবে। ৭ বছর ৮ মাসে ১ কোটি, ১৫ বছর ১০ মাসে ৫ কোটি এবং ২০ বছরের মধ্যে ১০ কোটি টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা।
advertisement
6/7
উচ্চাভিলাষী বিনিয়োগকারীরা প্রতি মাসে ১ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন। সঙ্গে ১০ শতাংশ বার্ষিক বৃদ্ধি। তাহলে ৫ বছরে ১ কোটি, ১২ বছরে ৫ কোটি এবং ১৬ বছরে ১০ কোটি টাকা পাবেন বিনিয়োগকারীরা।
advertisement
7/7
বলে রাখা ভাল, ১২ শতাংশ বার্ষিক সুদ ধরে রিটার্নের হার গণনা করা হয়েছে। আর রিটার্নের এই হার দেখা যায় ইক্যুইটিতে। সাধারণত ইক্যুইটির বাজার অস্থির হয়। অর্থাৎ কোনও বছর রিটার্ন কম হতে পারে। লোকসানও হতে পারে। তবে দীর্ঘমেয়াদে ইক্যুইটি বাজারে ভারসাম্য বজায় থাকে। ফলে মোটা টাকা রিটার্ন নিয়ে চিন্তা থাকে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ১০ বছরে ১ কোটি টাকা রিটার্ন পেতে চান? এই ভাবে বিনিয়োগ করলেই কেল্লা ফতে